মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল ডেমোক্রেট পার্টি-এর রাজনীতিবিদদের ফাঁস হওয়া ব্যক্তিগত ডেটা প্রকাশের দায়ে একটি অ্যাকাউন্ট বাতিল করা পর, তা আবার ফিরিয়ে দিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার।
Published : 16 Aug 2016, 07:20 PM
শুক্রবার 'গুসিফার ২.০' নামের এক হ্যাকার ১৯৩ জন বর্তমান ও প্রাক্তন কংগ্রেস সদস্যের যোগাযোগের তথ্য প্রকাশ করে।
হাউস মাইনরিটি লিডার ন্যান্সি পেলোসি তার সহকর্মীদের জানান, তার ফোন নাম্বার ফাঁস হওয়ার পর তিনি 'জঘন্য ও অশ্রাব্য কল' পেয়েছেন।
ওই অ্যাকাউন্ট কেন বাতিল করে তা আবার ফিরিয়ে আনা হল, তা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে টুইটার।
ওয়ার্ডপ্রেস থেকে গুসিফার-এর ব্লগ থেকে কিঞ্ছু কনটেন্ট সরিয়ে নেওয়া হলেও তা আর ফিরিয়ে আনা হয়নি বলে জানিয়েছে বিবিসি।
ওই হ্যাকে রাশিয়ার হাত রয়েছে বলে মার্কিন সরকারের পক্ষ থেকে অভিযোগ তোলা হলেও, গুসিফার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। টুইটারে ফেরার পর তিনি এক টুইটে বলেন, "এই যে আমি! আমাকে ব্লক করতে তাদের আরও অনেক কষ্ট করতে হবে।"
এক চিঠিতে ন্যান্সি তার সহকর্মীদের বলেন, "আমি আমার ফোন নাম্বার বদলাচ্ছি, আর আপনাদেরও একই কাজ করার পরামর্শ দিচ্ছি।"
এই তথ্য ফাঁসের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রর গোয়েন্দা সংস্থা এফবিআই একটি ত্দন্ত চালাচ্ছে।