কোনো ছবির চেহারা পুরোপুরি পালটে ফেলতে অথবা হালকাভাবে এডিট করার জন্য ফিল্টারগুলো দারুণ কাজ করে।
Published : 31 May 2024, 04:47 PM
ছবিবিষয়ক বিভিন্ন ফিচার প্রশ্নে ব্যবহারকারীদের কাছে বিশেষ জনপ্রিয় ইনস্টাগ্রাম। কোনো পোস্ট বা স্টোরির ছবিতে বিশেষ ‘ইফেক্ট’ বা প্রভাব যোগ করার জন্য ইনস্টাগ্রামের ফিল্টার ব্যবহার করা যায়।
কোনো ছবির চেহারা পুরোপুরি পালটে ফেলতে অথবা হালকাভাবে এডিট করার জন্য ফিল্টারগুলো দারুণ কাজ করে।
এই ফিল্টারগুলো ইনস্টাগ্রাম অ্যাপে ইন-বিল্ট অবস্থায় পাওয়া যায়। আর এগুলো খুঁজে পাওয়া বেশ সহজ কাজ বলে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটাল ট্রেন্ডস। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ইনস্টাগ্রামে ছবির ফিল্টার খুঁজে পাবেন।
প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করুন, ও নিজের প্রোফাইলে যান। প্রোফাইলে গিয়ে ওপরের ডান কোণায় ‘+’ চিহ্নে চাপ দিন। এরপর ক্রিয়েট মেনু চালু হবে, সেখানে ‘রিল’ অথবা ‘স্টোরি’ অপশন বেছে নিন। পরে একটি ক্যামেরা আইকন সামনে আসবে।
এরপর, স্ক্রিনের নিচে মাঝখানে ‘ম্যাগনিফাইং গ্লাস’ আইকন আসবে, এর মাধ্যমেই ফিল্টার খোঁজা যাবে। ওই আইকনে চাপ দিলে, স্ক্রিনের নিচের দিকে বিভিন্ন ফিল্টারের অপশন আসবে। এরপর সামনে ও পেছনে সোয়াইপ করে ফিল্টারগুলো খুঁজুন৷ এটি খোঁজার সময়ই বিভিন্ন ফিল্টারের ওপর ভিত্তি করে লাইভ ক্যামেরার ভিউ পরিবর্তন হবে।
এ ছাড়া, স্ক্রিনের বাম পাশের ‘ইফেক্টস’ আইকন থেকেও ফিল্টার খুঁজতে পারেন। ওই আইকনে চাপ দিলে নতুন একটি পেইজ চালু হবে। এখানে ‘সার্চ’ অপশন থেকে নির্দিষ্ট কোনো ফিল্টার বেছে নিতে পারবেন বা বিভাগ অনুসারেও খুঁজতে পারবেন। প্রতিবার একটি ফিল্টারের ওপরে চপ দিলে ওপরের প্রিভিউ পরিবর্তন হবে।
নিজের পছন্দের ফিল্টারটি বেছে নেওয়ার পর, অ্যাপের ওপরের ফিল্টার গ্যালারিত থেকে প্রিভিউ উইন্ডো বেছে নিন ও স্টোরি পোস্ট করুন।
অনেক ফিল্টার ইনস্টাগ্রামের ব্যবহারকারীরাই তৈরি করে থাকেন। কোনো নির্দিষ্ট ফিল্টার খুব পছন্দের হলে, ওই ফিল্টার নির্মাতার তৈরি অন্যান্য ফিল্টারও খুঁজে দেখার সুযোগ রয়েছে।
এটি করার জন্য প্রথমে তাদের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে তিনটি তারার চিহ্নের মতো দেখতে ‘ইফেক্টস’ আইকনে ক্লিক করলে তাদের ‘ইফেক্ট গ্যালারি’ বা বিভিন্ন ফিল্টার দেখতে পাবেন।
পরবর্তীতে ব্যবহার করতে চাইলে কোনো ফিল্টার সেইভ করেও রাখতে পারেন। সেটি করতে ইফেক্ট গ্যালারিতে যান। স্ক্রিনের ডান দিকে নিচের তিনটি ডট আইকনে চাপ দিন, ও ‘সেইভ ইফেক্ট’ অপশনটি বেছে নিন।
ইনস্টাগ্রামে ফিল্টার খোঁজার জন্য কয়েকটি ধাপে কাজ করা লাগে। তবে, একবার কেউ পছন্দের ফিল্টারটি খুঁজে পেলে, সেটি সেইভ করে বারবার ব্যবহার করতে পারবেন।