“আমাদের গবেষণা দল এ আবহাওয়া মনিটরিং করতে থাকবে ও অনুকূল পরিস্থিতি ফিরে এলেই রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করবে।”
Published : 29 Aug 2024, 03:18 PM
স্পেসএক্স-এর নভোচারী মিশন ‘পোলারিস ডন’ আবারও পিছিয়েছে।
প্রাথমিকভাবে ২৬ অগাস্ট সোমবার সকালে ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের কথা থাকলেও ফ্লাইট পূর্ববর্তী প্রস্তুতিকে কারণ দেখিয়ে তা একদিন পেছায় স্পেসএক্স।
এর পর মঙ্গলবার রকেটে হিলিয়াম কনটেইনারে ফুটা শনাক্ত হওয়ার পর মিশনটি আবারও পিছিয়ে দেয় স্পেসএক্স। নতুন তারিখ ঠিক হয়েছিল ২৮ অক্টোবর বুধবার। তবে, এখন সে পরিকল্পনাও প্রাকৃতিক দুর্যোগের কারণে নস্যাৎ হয়ে গেছে।
“ফ্লোরিডা উপকুলে রকেট স্প্ল্যাশডাউনের অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস থাকায় আমরা এখন থেকে আগামী কাল পর্যন্ত পোলারিস ডন মিশনের জন্য ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণের পরিকল্পনা বাদ দিয়েছি”, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ঘোষণা দেয় স্পেসএক্স।
“আমাদের গবেষণা দল এ আবহাওয়া মনিটরিং করতে থাকবে ও অনুকূল পরিস্থিতি ফিরে এলেই রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করবে।”
এ মিশনের সদস্য হিসেবে থাকছেন কমান্ডার জ্যারেড আইজ্যাকম্যান, পাইলট স্কট ‘কিড’ পোটিট ও মিশন বিশেষজ্ঞ সারাহ জিলিস ও অ্যানা মেনন। এর মধ্যে আইজ্যাকম্যান একজন বিলিয়নেয়ার উদ্যোক্তা, যিনি এই মিশনটিতে অর্থায়ন করছেন, পোটিট মার্কিন বিমান বাহিনীর একজন সাবেক লেফটেনেন্ট কর্নেল। আর জিলিস ও মেনন দুজন স্পেসএক্স-এর প্রকৌশলী।
মিশনটি বেশ কিছু ক্ষেত্রে ইতিহাস গড়তে যাচ্ছে। এই প্রথম কোনো বাণিজ্যিক মিশনে স্পেসওয়াক করতে যাচ্ছেন আইজ্যাকম্যান ও জিলিস। আর এ মিশনের লক্ষ্য হল, ড্রাগন ক্যাপসুলকে ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ (এক হাজার চারশ কিলোমিটার) উচ্চতায় পাঠানো, যা অ্যাপোলো যুগের পরে যে কোনো নভোচারী মিশনের চেয়ে বেশি।
স্পেসএক্স এখনও পোলারিস ডন মিশন উৎক্ষেপণের নতুন সম্ভাব্য তারিখ ঘোষণা করেনি, যেখানে পৃথিবীর কক্ষপথে পাঁচদিন সময় কাটানোর কথা নভোচারীদের। তবে, মঙ্গলবার বিকেলে কোম্পানির দেওয়া এক্স পোস্ট থেকে নিশ্চিত হওয়া গেছে, মিশনটি উৎক্ষেপণের জন্য অন্তত ৩০ অগাস্ট, শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পোটিট, জিলিস ও মেননের প্রথম মহাকাশযাত্রা হতে যাচ্ছে পোলারিস ডন, যেখানে ২০২১ সালের সেপ্টেম্বরে স্পেসএক্স-এর যুগান্তকারী ‘ইন্সপাইরেশন ৪’ মিশনে কক্ষপথ ঘুরে এসেছেন আইজ্যাকম্যান। ওই প্রকল্পের অর্থায়ন ও নেতৃত্বেও ছিলেন এ ধনকুবের। এ ছাড়া, পোলারিস ডনের পর আরও দুটি অতিরিক্ত মিশনের ক্ষেত্রেও এমনটি করার পরিকল্পনা করছেন তিনি।