“এটা গানের লেখার ধরন একেবারে বদলে দেবে। সেটা ভালো কিছু হবে কি না, তা জানি না। কিন্তু সামগ্রিকভাবে গোটা সমাজেই এটি প্রভাব ফেলবে।”
Published : 09 Jun 2024, 01:36 PM
এআই প্রযুক্তি সঙ্গীত জগতের জন্য ‘অভুতপূর্ব সাফল্য’ এনে দেওয়ার সম্ভাবনা দেখালেও এর বিনিময়ে ‘মানুষের ছোঁয়া’ যেন হারিয়ে না যায়, এমনই সতর্কবার্তা শোনালেন সুইডিশ সুপারগ্রুপ অ্যাবা’র তারকা গিটারিস্ট বিয়ন উলভিয়াস।
শুক্রবার ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ার অঞ্চলে অবস্থিত থিয়েটার ‘বিডলিংটন স্পা’তে এক বাণিজ্যিক সম্মেলনে এ মন্তব্য করেন ৭৯ বছর বয়সী এ প্রবীণ গিটারিস্ট।
এ ছাড়া, উপকূলীয় শহরটির ‘ফিশ অ্যান্ড চিপস’-এর প্রশংসা করার পাশাপাশি সেখানে আরও বেশি সময় না কাটাতে পারার জন্য আক্ষেপও প্রকাশ করেন সুইডিশ এ গীতিকার।
“আমি একটি গাড়ি ভাড়া করে ইংল্যান্ডের উত্তরাংশ ঘুরে দেখতে চেয়েছিলাম। কিন্তু কপাল খারাপ, আমাকে বাড়ি ফিরে যেতে হচ্ছে,” বলেন তিনি।
‘বিবিসি লুক নর্থ’কে দেওয়া বিশদ সাক্ষাৎকারে এই মিউজিশিয়ান দাবি করেন, সঙ্গীত জগতের ভবিষ্যৎ পাল্টে দেওয়ার উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করা হবে।
“এটা গানের লেখার ধরন একেবারে বদলে দেবে। সেটা ভালো কিছু হবে কি না, তা জানি না। কিন্তু সামগ্রিকভাবে গোটা সমাজেই এটি প্রভাব ফেলবে,” বলেন তিনি।
“এটা অভূতপূর্ব সাফল্যও বয়ে আনতে পারে। অন্যদিকে, এটি যেন মানব সঙ্গীতলেখক, প্রযোজক বা শিল্পীদের বাদ দিয়ে কাজ না করে, সে বিষয়ে আমাদের খুবই সতর্ক থাকতে হবে।”
‘এখনও বিমোহিত’
অ্যাবায় নিজের ক্যারিয়ার শুরুর সময় ব্যান্ডটিকে ‘মেটিকিউলাস’ বা ‘অত্যন্ত নির্ভুল’ বলে ব্যাখ্যা করেছিলেন উলভিয়াস। এমনকি তারা এখনও কেন এত জনপ্রিয়, তা বোঝাও জটিল বিষয় তার কাছে।
“আপনি ব্যান্ডের পরিসংখ্যান দেখতে পারেন। এমনকি বুদ্ধি দিয়েও আপনি বিষয়টি বুঝে দেখলে আপনি তাদেরকে স্বীকার করবেন। কিন্তু আবেগ দিয়ে চিন্তা করলে, বিষয়টি ব্যাখ্যা করা খুবই জটিল।”
“বেশ কয়েক বছর ধরেই আমি এ বিষয়ে ভেবেছি। তবে এর ব্যাখ্যা পাইনি। এটা প্রায় প্রতিদিনই মনে করানো হয় আমাকে। আর আমি এতে এখনও বিমোহিত।”