“অবশ্যই, যদি আপনার কাছে ১০ কোটির বেশি লোক সাইন আপ করে তাদের অর্ধেকও যদি এতে থেকে যান, সেটাকে দুর্দান্তই বলতে হবে।”
Published : 29 Jul 2023, 04:53 PM
‘টুইটার প্রতিদ্বন্দ্বী’ হিসাবে আসা থ্রেডসের সাড়া জাগানো উন্মোচনের কয়েক সপ্তাহের মধ্যে অর্ধেকের বেশি ব্যবহারকারী অ্যাপ ছেড়ে চলে যাওয়ার পর এবার ব্যবহারকারী ‘ধরে রাখার দিকে’ মনযোগ দিচ্ছে মেটা।
বৃহস্পতিবার কর্মীদের বিষয়টি জানিয়েছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ। কোম্পানির নিজস্ব টাউন হল সভায় জাকারবার্গের দেওয়া বক্তব্যের একটি অডিও রেকর্ডিং শুনেছে রয়টার্স। এতে তিনি বলেন, টেক্সটভিত্তিক অ্যাপটির ব্যবহারকারী ধরে রাখার সক্ষমতা নির্বাহীদের প্রত্যাশার চেয়ে ভাল হলেও তা ‘একেবারে নিখুঁত’ ছিল না।
“অবশ্যই, যদি আপনার কাছে ১০ কোটির বেশি লোক সাইন আপ করে তাদের অর্ধেকও যদি এতে থেকে যান, সেটাকে দুর্দান্তই বলতে হবে।” --বলেন তিনি।
তবে আমরা এখনও সেটা অর্জন করিনি।”
জাকারবার্গ বলেন, তিনি এই পতনকে ‘স্বাভাবিকভাবেই’ নিয়েছেন। আর তিনি আশা করেন, কোম্পানি অ্যাপে আরও ফিচার যোগ করলেই ব্যবহারকারী ধরে রাখা যাবে। এর মধ্যে রয়েছে ডেস্কটপ সংস্করণ ও সার্চ ইঞ্জিন সুবিধার বিষয়টিও।
অ্যাপে ব্যবহারকারীদের ফেরাতে আরও কিছু ‘পদক্ষেপ’ নেওয়ার কথা বিবেচনা করছে মেটা। কোম্পানির পণ্য প্রধান ক্রিস কক্স এর উদাহরণ হিসেবে বলেন, ‘ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা যেন গুরুত্বপূর্ণ থ্রেডসগুলো দেখতে পান, সেটি নিশ্চিত করা’।
এই প্রসঙ্গে রয়টার্সকে মন্তব্য করতে রাজী হননি মেটার মুখপাত্র।
মেটা রাজস্ব বৃদ্ধির পূর্বাভাস দিয়ে বিনিয়োগকারীদের মুগ্ধ করার একদিন পরই নির্বাহীদের এমন মন্তব্য এল। রয়টার্স বলছে, গত বছর বিজ্ঞাপন বিক্রি কমে যাওয়ার মধ্যেই মেটাভার্সে ব্যপক বিনিয়োগের কারণে কোম্পানি যে গভীর সংশয়ের মুখোমুখি হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসার সংকেত এটি।
এই তথ্য প্রকাশের পরপরই বৃহস্পতিবার মেটার শেয়ারের দাম বেড়েছে আট শতাংশ।
জাকারবার্গ কর্মীদের এই পদক্ষেপ সম্পর্কে বলেন, তিনি বিশ্বাস করেন যে মেটাভার্সকে ক্ষমতা দেওয়ার উদ্দেশ্যে অগমেন্টেন্ড ও ভার্চুয়াল প্রযুক্তি নিয়ে কোম্পানির কাজ ‘সঠিক পথেই’ আছে।
তিনি আরও যোগ করেন, বিভিন্ন পণ্যের অপারেটিং সিস্টেম তৈরির কয়েক বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের মতো প্রতিদ্বন্দ্বীদের আগেই এতে মেটার বিনিয়োগ করা উচিৎ।
“এই উপায়ে সঠিক সময়ের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য প্রযোজনীয় সবকিছুই আছে আমাদের কাছে।” --বলেন তিনি। এর পাশাপাশি, ২০৩০’র দশকে মেটাভার্স প্রযুক্তি ব্যপক হারে গ্রহণযোগ্যতা পাবে– এমন ভবিষ্যদ্বাণীও দেন তিনি।
এই মাসে ‘লামা ২’ নামে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক মডেল উন্মোচনের বিষয়টিও তুলে ধরেন জাকারবার্গ ও কক্স। আর এটি প্রায় সব ডেভেলপারের জন্যই বিনামূল্যে পাওয়া যাচ্ছে।
কক্স বলেন, উন্মোচনের সপ্তাহ পর মডেলটির ডাউনলোড আবেদন সংখ্যা দেড় লাখের বেশি।
ইলন মাস্কের সঙ্গে ‘বন্দী খাচায় মুষ্টিযুদ্ধের’ বিষয়টি নিয়ে জাকারবার্গ বলেন, এটা বাস্তবে ঘটবে কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন।