লেবার পার্টি থেকে টানা চারবার নির্বাচিত এমপি টিউলিপ। দুর্নীতি আর অনিয়মের অভিযোগ আসার পর থেকেই তার পদত্যাগের দাবি উঠছিল।
Published : 16 Jan 2025, 05:23 PM
দুর্নীতির অভিযোগ নিয়ে কয়েক সপ্তাহ ব্যাপক সমালোচনার মধ্য দিয়ে যাওয়া টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর তাকে নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন ইলন মাস্ক।
বুধবার উদ্যোক্তা ও ক্রিপ্টো বিনিয়োগকারী মারিও নওফালের একটি পোস্ট শেয়ার করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ মাস্ক লিখেছেন, “যুক্তরাজ্যের লেবার পার্টির শিশু কল্যাণ বিষয়ক মন্ত্রী নিপীড়কদের রক্ষা করে চলেছেন আর তাদের দুর্নীতি দমন মন্ত্রীও দুর্নীতিগ্রস্ত।”
এর আগে মঙ্গলবার রাতে গদত্যাগ করেন ৪২ বছর বয়সী টিউলিপ। তিনি লেবার পার্টি থেকে টানা চারবার নির্বাচিত এমপি। দুর্নীতি আর অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই তার পদত্যাগের দাবি উঠছিল। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি তিনি।
তবে প্রথম থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ। অভিযোগগুলো তদন্ত করতে তিনি নিজেকে স্বাধীন তদন্তকারী সংস্থার কাছে সমর্পণ করেন।
এদিকে, সাম্প্রতিক দিনগুলোতে গ্রুমিং গ্যাং কেলেঙ্কারি নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও দেশটির অন্যান্য রাজনীতিবিদের আক্রমণ করতে এক্স প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন বিশ্বের এই শীর্ষ ধনী।
সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মাস্কের সমালোচনা করে বলেছেন, সরকারের উপর মাস্কের ক্রমাগত আক্রমণ ও বিভিন্ন গ্রুমিং গ্যাং সম্পর্কে তার ‘মিথ্যা ও ভুল তথ্য’ উগ্র ডানপন্থীদের ‘তিক্ততা’ বাড়িয়ে তুলছে।