লাইসেন্স পাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। এরইমধ্যে লাইসেন্সিং প্রক্রিয়া শুরু করেছে মেটা মালিকানাধীন ফেইসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ।
Published : 02 Jan 2025, 03:19 PM
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট ও টিকটকের লাইসেন্স দিয়েছে মালয়েশিয়া।
দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম আইনের আওতায় দেশটিতে কার্যক্রম পরিচালনার জন্য চীনা কোম্পানি টেনসেন্ট-এর মেসেজিং অ্যাপ উইচ্যাট ও বাইটড্যান্সের শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটককে লাইসেন্স দিয়েছে কর্তৃপক্ষ।
ক্রমাগত সাইবার অপরাধ ঠেকানোর লক্ষ্যে মালয়েশিয়া এ আইনটি তৈরি করেছে বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স। আইনের আওতায় দেশটির ৮০ লাখেরও বেশি ব্যবহারকারীর জন্য সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ও বিভিন্ন মেসেজিং পরিষেবাকে লাইসেন্স পেতে হবে বা আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে। নতুন বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে আইনটি।
মালয়েশিয়ান ‘কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন’ বুধবার এক বিবৃতিতে বলেছে, লাইসেন্স পাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। অন্যদিকে, এরইমধ্যে লাইসেন্সিং প্রক্রিয়া শুরু করেছে মেটা মালিকানাধীন ফেইসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ।
নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, লাইসেন্সের জন্য কোনও আবেদন জমা দেয়নি ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। কারণ হিসেবে প্ল্যাটফর্মটি বলেছে, মালয়েশিয়ার স্থানীয় ব্যবহারকারীর সংখ্যা আট কোটিতে পৌঁছায়নি। এক্স-এর এই দাবির বৈধতা খতিয়ে দেখছে কমিশন।
ভিডিও শেয়ারিং ফিচার ও লাইসেন্সিং আইনের আওতায় নিজেদের শ্রেণিবিন্যাস নিয়ে উদ্বেগ প্রকাশের পর লাইসেন্সের জন্য আবেদন করেনি ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের মূল কোম্পানি অ্যালফাবেটের গুগলও।
নিয়ন্ত্রক সংস্থা বলেছে, ইউটিউবের উদ্বেগগুলো কী বা মালয়েশিয়ার আইনটির সঙ্গে এটি কীভাবে সম্পর্কিত তা নিয়েও কিছু বলেনি টেক জয়ান্টটি। তবে কারণ যাইহোক না কেন, অবশ্যই দেশটির আইন মেনে চলতে হবে ইউটিউবকে।
“প্ল্যাটফর্মকে লাইসেন্সের শর্ত ভঙ্গ করতে দেখা গেলে তা নিয়ে তদন্ত হবে এবং প্রয়োজনে এ নিয়ে কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করতে পারে,” বলেছে কমিশন।
মালয়েশিয়া বলেছে, ২০২৪ সালের গোড়ার দিকে দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর কনটেন্টর পরিমাণ বেড়েছে। সেজন্য মেটা ও শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক’সহ অন্যান্য সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমকে তাদের প্ল্যাটফর্মে নজরদারি বাড়ানোর আহ্বানও জানিয়েছে দেশটি।
অনলাইন জুয়া, স্ক্যাম, শিশু পর্নোগ্রাফি, শিশুদের সঙ্গে অনলাইনে বড়দের সম্পর্ক তৈরি করা, সাইবার বুলিয়িংয়ের পাশাপাশি জাতি, ধর্ম ও রাজতন্ত্র সম্পর্কিত কনটেন্টও দেশটির কর্তৃপক্ষের অপছন্দের তালিকায় আছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলো তাদের প্ল্যাটফর্মে দেশভিত্তিক ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ না করলেও নিরপেক্ষভাবে সংস্থা ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’য়ের তথ্য বলছে, উইচ্যাটের ১২ কোটি ব্যবহারকারী রয়েছে মালয়েশিয়ায়।
এদিকে, পরামর্শক কোম্পানি কেপিওস বলেছে, ২০২৪ সালের শুরুর দিকে মালয়েশিয়ায় ইউটিউব ব্যবহারকারী ছিল প্রায় ২ কোটি ৪১ লাখ। ১৮ বছর বা তার বেশি বয়সী টিকটক ব্যবহারকারী রয়েছে ২ কোটি ৮৬ লাখ ৮০ হাজার এবং ফেইসবুকের ব্যবহারকারী রয়েছে ২২ কোটি ৩৫ লাখ ও এক্স-এর ৫৭ লাখ ১০ হাজার।