সহজে বললে, মানুষের ইনপুট বা আদেশ ছাড়াই খুব সাধারণ কাজগুলো করার জন্য একটি কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা রয়েছে গুগলের নতুন এআইয়ের।
Published : 07 Nov 2024, 05:32 PM
গুগল জার্ভিস এআই বাস্তবেই আছে। আর তারই প্রমাণ মিলল গুগলের ক্রোম ওয়েব স্টোর। ঘটনাক্রমে জনসাধারণের কাছে ফাঁস হয়ে গিয়েছে সার্চ জায়ান্টের নতুন এআই প্রটোটাইপটি।
এটি আবহাওয়া বলে দেওয়া বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট মনে করিয়ে দেওয়ার মতো সাধারণ এআই সহকারী নয় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
ইনফরমেশনের প্রতিবেদন অনুসারে, ক্রোম ওয়েব স্টোরে জার্ভিস এআইয়ের বিষয়ে বলা ছিল, “এটি একটি কার্যকরী সঙ্গী যা আপনার জন্য ওয়েব সার্ফ করবে।”
ওয়েব ব্রাউজ করে সাধারণ কাজ, যেমন অনলাইনে বাজার সদাই করা, টিকিট বুক করা, ও সাধারণ বিষয় নিয়ে ব্যবহারকারীর হয়ে ঘাঁটাঘাঁটি করতে পারবে জার্ভিস এআই।
আরও সহজে বললে, মানুষের ইনপুট বা আদেশ ছাড়াই খুব সাধারণ কাজগুলো করার জন্য একটি কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা রয়েছে গুগলের নতুন এআইয়ের।
গুগলের এক্সটেনশন স্টোরের এই প্রোটোটাইপটি পুরোপুরি কাজ করছিল না। একজন প্রতিবেদক জার্ভিস ব্যবহার করার চেষ্টা করেছিলেন, কিন্তু অ্যাপের অনুমতিগুলো অ্যাপটিকে কোনও কাজ করতে বাধা দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
খুঁজে পাওয়ার দিন দুপুরেই ক্রোম ওয়েব স্টোর থেকে জার্ভিসের পৃষ্ঠাটি সরিয়ে নিয়েছে গুগল। ডিসেম্বরে এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পরিকল্পনা আছে কোম্পানির।
এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যানথ্রপিকের ‘ক্লড’ এআইয়ের মতো কিছু এআই সহকারী প্রতিযোগিতা করবে জার্ভিসের সঙ্গে। এরইমধ্যে, অক্টোবর থেকে পাবলিক বেটা পরীক্ষা শুরু করেছে ক্লড এআই। অ্যানথ্রপিকের এআই সহকারী একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে সাধারণ কাজ ছাড়াও বাড়তি কিছু কাজ করতে পারে। টাইপ করা, বাটন সক্রিয় করা এমনকি মাউসের কারসর সরানোর মতো কাজ করতে পারে এটি।