ইনস্টাগ্রাম অ্যাপ থেকে পাসওয়ার্ড পরিবর্তন করা সহজ। এ প্রক্রিয়াটি অ্যান্ড্রয়েড, আইফোন ও আইপ্যাডে একইরকম।
Published : 21 Aug 2024, 05:29 PM
ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেলে, ওই একই পাসওয়ার্ড পুনরুদ্ধার করার কোনো উপায় নেই। তবে, পুরোপুরি নতুন কোনো পাসওয়ার্ড সেট করতে পারেন।
আসল পাসওয়ার্ড ভুলে গেছেন বা কেউ অজান্তেই সেটি পরিবর্তন করে ফেললে অ্যাকাউন্ট কীভাবে ফিরে পাবেন? এ বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
পাসওয়ার্ড ভুলে গেলে, ইনস্টাগ্রামের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন। এ ছাড়া, ফেইসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্যও একই পদ্ধতি অনুসরণ করতে পারেন।
ওয়েবসাইট থেকে
প্রথমে ইনস্টাগ্রাম ওয়েবসাইট ওপেন করুন। লগইন স্ক্রিনের নিচে ‘পাসওয়ার্ড ভুলে গেছেন’ লিংকে ক্লিক করুন।
এরপর, অ্যাকাউন্ট ব্যবহারকারীর নাম বা অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল বা ফোন নম্বর লিখুন, এরপর ‘সেন্ড লগইন লিংক’ অপশনে ক্লিক করুন।
এখানে ইমেইল লিখলে পাসওয়ার্ড নতুন করে সেট করার জন্য লিংকওয়ালা একটি ইমেইল পাঠানো হবে। ইমেইলটি খুলে ‘রিসেট পাসওয়ার্ড’ অপশনে চাপুন।
নতুন পাসওয়ার্ড লিখুন, পাসওয়ার্ড নিশ্চিত করতে আবার লিখুন, এরপর ‘রিসেট পাসওয়ার্ড’ অপশনে আরেকবার ক্লিক করুন।
এ পর্যায়ে নতুন পাসওয়ার্ড ব্যবহার করে সাইন ইন করে ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন।
অ্যাপ থেকে
ইনস্টাগ্রাম অ্যাপ থেকে পাসওয়ার্ড পরিবর্তন করা সহজ। এ প্রক্রিয়াটি অ্যান্ড্রয়েড, আইফোন ও আইপ্যাডে একইরকম।
ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন। ‘ফরগটেন পাসওয়ার্ড’ অপশনে চাপুন। এরপর অ্যাকাউন্টের সংশ্লিষ্ট নাম, ইমেইল অ্যাড্রেস বা ফোন নম্বর ব্যবহার করুন। এরপর ‘কন্টিনিউ’ অপশনে চাপুন।
এখানে ফোন নম্বর লিখলে, ডিভাইসে একটি সিকিউরিটি কোড আসবে।
‘কনফর্ম’ অ্যকাউন্ট উইন্ডোতে কোডটি লিখুন। এরপর ‘কন্টিনিউ’ অপশনে চাপুন ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বেছে নিন। এ পর্যায়ে, ইনস্টাগ্রাম পাসওয়ার্ড তৈরির স্ক্রিন সামনে আসবে, সেখানে অ্যাকাউন্টের জন্য নতুন পাসওয়ার্ড তৈরি করুন।
ইমেইল অ্যাড্রেসের ক্ষেত্রে ওয়েবসাইটের মতোই লিংক থেকে পাসওয়ার্ড পরিবর্তনের স্ক্রিন চালু করুন।
পরবর্তীতে ইনস্টাগ্রাম পাসওয়ার্ড মনে রাখতে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের পরামর্শ দিয়েছে হাও-টু গিক।