সিএফটিসি’র মামলায় ঝাও’র নাম রয়েছে। মালিকানার সিংহভাগ তার দখলে থাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইসেন্স পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে বাইন্যান্সকে।
Published : 13 May 2023, 02:50 PM
বাইন্যান্সের প্রতিষ্ঠাতা চ্যাংপেং ঝাও’র অংশীদারিত্ব কমিয়ে আনার উপায় খুঁজে দেখছে ক্রিপ্টো এক্সচেঞ্জটির যুক্তরাষ্ট্র অংশ।
গত গ্রীষ্ম থেকেই বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জটির মালিক ঝাও নিজের অন্তত কিছু অংশীদারিত্ব কমিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছেন এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বলে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন গণমাধ্যম ‘দ্য ইনফর্মেশন’।
মার্চে বাইনান্স ও ঝাও’র বিরুদ্ধে মামলা করে মার্কিন সংস্থা ‘কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশন (সিএফটিসি)’। সংস্থাটির অভিযোগ, ঝাও এতে ‘অবৈধ উপায়ে’ আর্থিক কার্যক্রম পরিচালনা করেছেন।
বাইন্যান্সের সাবেক শীর্ষ নির্বাহী ঝাও’র বিরুদ্ধে নিয়ন্ত্রকদের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকাকালীন মার্কিন আইন ‘ইচ্ছাকৃতভাবে এড়ানোর’ অভিযোগ তুলে মামলা করেছে সিএফটিসি।
এর পর থেকেই মার্কিন নিয়ন্ত্রকদের কাছে কোম্পানির ভাবমূর্তি উন্নত করার লক্ষ্যে বাইন্যান্সের যুক্তরাষ্ট্র অংশের নীতিনির্ধারকরা ঝাও’র অংশীদারিত্ব কমিয়ে আনার বিষয়ে আলোচনা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
সিএফটিসি’র মামলায় ঝাও’র নাম রয়েছে। প্রতিবেদনে অনুযায়ী, বাইন্যান্সের মার্কিন নির্বাহীরা উদ্বিগ্ন যে, কোম্পানির সিংহভাগ মালিকানা তার দখলে থাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইসেন্স পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে বাইন্যান্সকে।
এই প্রসঙ্গে রয়টার্স বাইন্যান্সের যুক্তরাষ্ট্র অংশের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক সাড়া মেলেনি।