২০২২: ৬১ রকেটে ‘রেকর্ড-ভাঙা বছর’ স্পেসএক্সের

মহাকাশে চলতি বছর যতোগুলো রকেট উৎক্ষেপণ মিশন চালিয়েছে ইলন মাস্ক মালিকানাধীন রকেট কোম্পানিটি, তা গত বছরের রেকর্ডের প্রায় দ্বিগুণ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2022, 07:13 AM
Updated : 31 Dec 2022, 07:13 AM

মহাকাশে রকেট উৎক্ষেপণে ‘রেকর্ড-ভাঙা’ এক বছর কাটিয়েছে স্পেসএক্স। এরইমধ্যে মহাকাশে চলতি বছরের ৬১তম রকেট উৎক্ষেপণ করেছে ইলন মাস্ক মালিকানাধীন রকেট কোম্পানিটি, যা এর আগের রেকর্ডের প্রায় দ্বিগুণ।

শুক্রবার সকালে নিজের ১১তম মিশনে সফলতার সঙ্গে ইসরাইল ভিত্তিক একটি বাণিজ্যিক ‘ইমেজিং’ স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেইজের ‘স্পেস লঞ্চ কমপ্লেক্স ৪ ইস্ট’ থেকে উৎক্ষেপণ করা ‘ফ্যালকন ৯’ রকেটটি।

ওই স্যাটেলাইটের নির্মাতা কোম্পানির নাম ‘ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই)’। চারশ কেজি ওজনের ‘ইরোস সি৩’ স্যাটেলাইটটি ৩০ সেন্টিমিটার রেজুলিউশনে পৃথিবীর ছবি তোলার লক্ষ্যস্থির করেছে।

গেল মার্চে কোম্পানি প্রধান ইলন মাস্ক নির্ধারিত ৬০টি সফল উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে এটি। ২০২১ সালে সর্বোচ্চ উৎক্ষেপণের রেকর্ড করলেও, এবার সেটি ছাড়িয়ে ৩০টি বাড়তি সফল উৎক্ষেপণ চালায় স্পেসএক্স।

সোভিয়েত ইউনিয়নের ৪২ বছর পুরোনো এক রেকর্ডেও ভাগ বসিয়েছে স্পেসএক্স। সে সময় দেশটির ‘আর-৭’ রকেট ৬৪টি উৎক্ষেপণ প্রচেষ্টার মধ্যে ৬১টিতেই সাফল্য পেয়েছিল। 

‘সুপার হেভি’ রকেট ব্যবহার করে একটি বাদে স্পেসএক্স বাকি সবগুলো উৎক্ষেপণই পরিচালনা করেছে ফ্যালকন ৯ রকেটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্টের’ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী উচ্চ-গতির ইন্টারনেট সেবা পৌঁছাতে স্টারলিংক স্যাটেলাইটের উৎক্ষেপণ বাড়ানোর লক্ষ্যস্থির করা স্পেসএক্স, আগামী বছরেও এটি রেকর্ড ভাঙতে দিতে পারে।

২০২২ সালের ৬১টি উৎক্ষেপণের ৩৪টিই স্টারলিংক মিশন ছিল।

২০২৩ সালের প্রথম উৎক্ষেপণ হতে পারে ২ জানুয়ারি। আবহাওয়া অনুকূলে থাকলে, ওই দিন ফ্লোরিডায় অবস্থিত কেপ ক্যানাভেরালের ‘স্পেস লঞ্চ কমপ্লেক্স ৪০’ থেকে একটি ‘ফ্যালকন ৯’ রকেট উৎক্ষেপণ করবে স্পেসএক্স।

আগামী বছর মহাকাশে একশটি রকেট উৎক্ষেপণের লক্ষ্যস্থির করেছেন মাস্ক। এর মধ্যে যুক্তরাজ্যের ‘ওয়ানওয়েব’ ও মার্কিন মহাকাশ সংস্থা নাসা’র মতো গ্রাহকও রয়েছে।