এসব কর্মীরা মূলত কোম্পানিটির ভিআর ও এআর গেইম এবং মেটার কোয়েস্ট ভিআর হেডসেটের জন্য কনটেন্ট তৈরি করতেন।
Published : 26 Apr 2025, 03:05 PM
মেটার রিয়ালিটি ল্যাবস বিভাগের কর্মী, যারা ভার্চুয়াল রিয়ালিটি, অগমেন্টেড রিয়েলিটি ও এ সংশ্লিষ্ট পরিধেয় ডিভাইস তৈরির কাজ করেন, তাদের একটি অংশকে ছাঁটাই করেছে কোম্পানিটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিটির একজন মুখপাত্র বলেছেন, এ ছাঁটাইয়ের ফলে বিভাগের ‘অকুলাস স্টুডিও’ ইউনিটে কাজ করেন এমন অনির্দিষ্ট সংখ্যক কর্মী ক্ষতির মুখে পড়েছেন। এসব কর্মীরা মূলত কোম্পানিটির ভিআর ও এআর গেইম এবং মেটার কোয়েস্ট ভিআর হেডসেটের জন্য কনটেন্ট তৈরি করতেন।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসিকে ওই মুখপাত্র আরও বলেছেন, “অকুলাস স্টুডিওর কিছু দলের গঠন ও ভূমিকায় পরিবর্তন আনছে মেটা, যা দলের আকারের ওপর প্রভাব ফেলছে। এসব পরিবর্তনের মানে হচ্ছে, কোম্পানিটির বিভিন্ন স্টুডিওকে আমাদের গ্রাহকদের জন্য ভবিষ্যতের মিক্সড রিয়ালিটি হেডসেটের অভিজ্ঞতাতে আরও সক্ষমতার সঙ্গে কাজ করতে সাহায্য করা এবং মানুষের জন্য ভালোমানের বিভিন্ন কনটেন্টও সরবরাহ করা।
মেটার এমন পদক্ষেপে ‘সুপারন্যাচারাল ভিআর’ অ্যাপে কাজ করেন এমন কর্মীদের ওপর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
‘সুপারন্যাচারাল’-এর অফিসিয়াল ফেইসবুক গ্রুপে পোস্ট করা এক বিবৃতিতে মেটা বলেছে, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এসব পরিবর্তনের ফলে আমরা আমাদের দলের প্রতিভাবান কিছু সদস্যকে হারিয়েছি। আমাদের ও আপনার যাত্রা গঠনে সহায়ক ভূমিকা পালন করেছে তাদের অবদান এবং তাদের অনুপস্থিতি গভীরভাবে অনুভূব করবো আমরা।”
ফেব্রুয়ারিতে কোম্পানির মোট কর্মী সংখ্যার পাঁচ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিলেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ। এ ছাঁটাইয়ের পরই কোম্পানিটির রিয়ালিটি ল্যাবস থেকেও কর্মী ছাঁটাই করার কথা প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।
এ বছরের জানুয়ারিতে মেটার রিয়ালিটি ল্যাবস বিভাগ বলেছে, চতুর্থ প্রান্তিকে একশ ১০ কোটি ডলারের বিক্রির পাশাপাশি চারশ ৯৭ কোটি ডলারের অপারেটিং লোকসান গুনছে তারা।
বুধবার কোম্পানিটির আয়ের প্রতিবেদন প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। এদিকে, বৃহস্পতিবার কোম্পানির কর্মী ছাঁটাইয়ের খবর প্রকাশ করে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।