“আমরা ব্যবসা করতেই পারি, কিন্তু তারা যেভাবে মার্কিন প্রযুক্তি কোম্পানিকে টার্গেট করছে এবং মেধাস্বত্ত্বকে যেভাবে অসম্মান করা হচ্ছে, তা কোনো হালকা বিষয় নয়।”
Published : 22 Jul 2023, 03:47 PM
চীনা হ্যাকারদের আক্রমণে প্রশাসনিক ইমেইল ফাঁস হয়েছে মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমোন্ডোর — এমন খবর প্রকাশের পরও এ বছর চীন সফরের পরিকল্পনার কথা জানালেন তিনি।
এ বছরের শুরুর দিকে ইমেইল আক্রান্ত হওয়া শীর্ষ মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাইমন্ডো একজন এবং আক্রান্ত কোম্পানি মাইক্রোসফটের ভাষ্য অনুযায়ী হ্যাকিংটির উৎস চীন — ঘটনাটির বিস্তারিত জানেন এমন একজনের বরাত দিয়ে বলেছে রয়টার্স।
“আমার এ বছর (চীন) সফরের কথা রয়েছে, আমরা এখন সে পরিকল্পনাই করছি। তবে, এর অর্থ এই নয় যে, কোনো ধরনের হ্যাকিং বা আমাদের নিরাপত্তায় কোনোরকম অনুপ্রবেশকে আমরা ছাড় দেবো।” – সিএনবিসিকে বলেন রাইমন্ডো। তিনি আরও যোগ করেন, “আমেরিকার জাতীয় নিরাপত্তা রক্ষায় আমাদের কঠোর হতে হবে, কিন্তু একসঙ্গে কাজ করার স্বার্থে উত্তেজনা নিরসনের উপায়ও আমাদের খুঁজে বের করতে হবে।”
“তারা ব্যবসা করার সুযোগ চাইছে, আমরা ব্যবসা করতেই পারি, কিন্তু তারা যেভাবে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে টার্গেট করছে এবং মেধাস্বত্ত্বকে যেভাবে অসম্মান করা হচ্ছে, তা কোনো হালকা বিষয় নয়।” — মন্তব্য করেন রাইমন্ডো।
এ মাসের শুরুতে চীনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সেই সংলাপকে “রাখঢাক বিহীন” এবং “ফলপ্রসূ” বলে বর্ণনা করেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন।
মার্কিন কোম্পানি মাইক্রনের মেমোরি চিপ ক্রয়ে চীনের নিষেধাজ্ঞায় গত মে মাসে রাইমন্ডো বলেন তা যুক্তরাষ্ট্র “সহ্য করবে না” এবং এই “জবরদস্তিমূলক” অর্থনৈতিক পরিস্থিতি কাটাতে তার মিত্রদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
চীনের শীর্ষ কূটনৈতিক ওয়াং য়ি'র সঙ্গে এ মাসের শুরুতে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন মার্কিন সরকার, কোনো মার্কিন কোম্পানি কিংবা নাগরিককে টার্গেট করা হলে তা “যুক্তরাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়, এবং যারা এর জন্য দায়ী, যুক্তরাষ্ট্র তাদের উপযুক্ত জবাব দেবে।”
গত শুক্রবার রাইমন্ডো বলেন হ্যাকিংয়ের পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অস্পষ্ট। তার অ্যাকাউন্ট আক্রান্ত হয়েছিলো কিনা এমন প্রশ্নের কোনো জবাব না দিলেও সিনবিসিকে তিনি বলেন “অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ে একটি সাইবার আক্রমণ হয়েছ, যা খুবই উল্লেখযোগ্য, খুবই জটিল।”
এক বিবৃতিতে ওয়াশিংটনস্থ চীনা দূতাবাস বলেছে এরকম সাইবার আক্রমণের উৎস খুঁজে বের করা খুবই দুষ্কর সেইসঙ্গে “ভিত্তিহীন অনুমান এবং মিথ্যা অভিযোগ” এর ব্যাপারেও সতর্ক করে দেয় তারা।