বিশ্বের অন্যতম বড় ভিডিও গেইম ডেভেলপার টেনসেন্ট তাদের ইন্টারনেটভিত্তিক পরিষেবার জন্যও পরিচিত, যার মধ্যে রয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ উইচ্যাট।
Published : 29 Mar 2025, 03:34 PM
ভিডিও গেইম অ্যাসাসিনস ক্রিড-এর নির্মাতা কোম্পানি ইউবিসফট’--এ একশ ২৫ কোটি ডলার বিনিয়োগ করেছে চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট।
শেনজেনভিত্তিক কোম্পানি টেনসেন্ট নতুন এক ব্যবসার প্রায় এক চতুর্থাংশের মালিক হবে এবং বাকি অংশ ইউবিসফটের হাতে থাকবে, যার মূল্য প্রায় চারশ কোটি ইউরো বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এ ইউনিটটি ফরাসি কোম্পানির সবচেয়ে বড় কয়েকটি ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করবে, যার মধ্যে রয়েছে অ্যাসাসিনস ক্রিড, ফার ক্রাই ও টম ক্ল্যান্সির রেইনবো সিক্স-এর মতো বিভিন্ন কোম্পানি।
বিশ্বের অন্যতম বড় ভিডিও গেইম ডেভেলপার টেনসেন্ট তাদের ইন্টারনেটভিত্তিক পরিষেবার জন্যও পরিচিত, যার মধ্যে রয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ উইচ্যাট।
এক বিবৃতিতে ইউবিসফট-এর সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইয়েভেস গুইলেমট বলেছেন, “ইউবিসফট তার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।”
বিবিসি লিখেছে, চীনের সবচেয়ে মূল্যবান কোম্পানি টেনসেন্ট এখন ইউবিসফট-এর দ্বিতীয় বৃহত্তম শেয়ারহোল্ডার, যার শেয়ারের পরিমাণ ১০ শতাংশের কম।
টেনসেন্ট-এর প্রেসিডেন্ট মার্টিন লাউ বলেছেন, “এই বিনিয়োগের মাধ্যমে ইউবিসফটের সঙ্গে আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব বাড়াতে পেরে আমরা আনন্দিত।”
ইউবিসফট বলেছে, এখন টম ক্ল্যান্সির ‘ঘোস্ট রিকন’ ও ‘ডিভিশন’সহ অন্যান্য বড় গেইম সিরিজের দিকে নজর দেবে তারা।
নতুন গেইম উন্মোচনে দেরি ও বিক্রি কমে যাওয়ার পর সাম্প্রতিক বছরগুলোতে ইউবিসফটের শেয়ারবাজার মূল্য ব্যাপকহারে কমেছে।
এ মাসের শুরুতে বিনিয়োগকারীরা অ্যাসাসিন’স ক্রিড ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ কিস্তির উদ্বোধনকে স্বাগত জানানোর পর কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে।
বহুল প্রতীক্ষিত ‘অ্যাসাসিনস ক্রিড শ্যাডোজ’ গেইমটি চালুর বিষয়টি বেশ কয়েকবার পিছিয়ে গিয়েছিল।
ভিডিও গেইমবিষয়ক সাংবাদিক শ্যানন লিয়াও বলেছেন, “ইউবিসফটের কাছে অ্যাসাসিনস ক্রিডের মতো দারুণ সব গেইম রয়েছে, যেগুলোর জন্য পরিচিতি পেলেও ভক্তদের জন্য তেমন কিছু দিতে পারেনি তারা।”
গোটা বিশ্বে ২০ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে অ্যাসাসিনস ক্রিড সিরিজটির এবং গত বছর প্রকাশিত ইউবিসফটের আয়ের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সাল পর্যন্ত দশকে প্রায় চারশ কোটি ইউরো আয় করেছে তারা।