সম্প্রতি রাশিয়ার অস্ত্র প্রদর্শনীতে পিঠে ‘গ্রেনেড লঞ্চার’ বসানো একটি রোবট কুকুর প্রদর্শিত হয়েছে। পোষা প্রাণীর চেহারায় তৈরি ওই রোবট সম্ভবত চীনে উৎপাদিত।
Published : 09 Oct 2022, 07:16 PM
নিজস্ব পণ্যকে অস্ত্র হিসেবে না ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের বস্টন ডাইনামিক্সসহ রোবট উৎপাদক বেশ কয়েকটি কোম্পানি।
“রিমোটের সাহায্যে বা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত, জনসাধারণের নাগালে বা আগে মানুষ থাকত এবং কাজ করত এমন দুর্গম জায়গায় বিচরণে সক্ষম রোবটে অস্ত্র যোগ করলে তা বিভিন্ন ক্ষতি ও গুরুতর নৈতিক সমস্যার নতুন ঝুঁকি তৈরি করবে।” --এক চিঠিতে লিখেছে কোম্পানিগুলো।
বিষয়টি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ সাইট এক্সিওস।
বস্টন ডাইনামিক্সের পাশাপাশি প্রতিশ্রুতি দেয়া এই সব কোম্পানির মধ্যে আছে ‘অ্যাজিলিটি রোবটিক্স’, ‘এনিবটিক্স’, ‘ক্লিয়ারপাথ রোবটিক্স’, ‘ওপেন রোবটিক্স’ ও ‘ইউনিট্রি রোবটিক্স’।
“আমাদের ‘অ্যাডভান্সড-মবিলিটি জেনারেল-পার্পাস’ রোবট বা উন্নতমানের রোবটিক্স ব্যবস্থা সক্রিয় করে এমন সফটওয়্যারে আমরা অস্ত্র যোগ করবো না। আর আমরা অন্যদেরও এতে সমর্থন দেব না।” --বলেছে কোম্পানিগুলো।
“যখন সম্ভব হবে, সম্ভাব্য অস্ত্র ব্যবহার এড়াতে আমরা গ্রাহকদের চাওয়া বিভিন্ন অ্যাপ্লিকেশন সাবধানে পর্যালোচনা করব।”
“বিভিন্ন প্রযুক্তিগত ফিচার উন্নতির উপায় খোঁজার প্রতিশ্রুতিও দিচ্ছি আমরা, যা এই সব ঝুঁকি কমাতে পারে।”
কোম্পানিগুলো আরও বলছে, বিভিন্ন দেশ ও সরকারী সংস্থা আত্মরক্ষার্থে ও আইন মেনে প্রচলিত যেসব প্রযুক্তি ব্যবহার করছে, সেটি নিয়ে কোনো সমস্যা নেই তাদের।
পুলিশী বর্বরতা নিয়ে যখন সমালোচনা বাড়ছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সে পরিস্থিতিতে বস্টন ডাইনামিক্সের সুপরিচিত রোবট কুকুর ‘স্পট’ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। কারণ, মার্কিন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে এটি ব্যবহার করতে দেখা গেছে।
মহামারীর সময় হনলুলুতে সংশ্লিষ্ট কেন্দ্রীয় তহবিল থেকে দেড় লাখ ডলার খরচ করে বিশেষ প্রয়োজনে এই রোবট কিনেছে শহরটির পুলিশ বিভাগ। সেই প্রয়োজন হচ্ছে, বিমানবন্দরের কাছাকাছি সরকার পরিচালিত একটি অস্থায়ী ক্যাম্পে এর ব্যবহার।
তবে, “গৃহহীন লোকদের ওই ক্যাম্পে মহামারীতে রোবটের ব্যবহারকে ‘স্বাভাবিক’ বলেই বর্ণনা করেছেন ‘আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন’ হাওয়াইয়ের আইন বিষয়ক পরিচালক জংউক কিম।
“মহামারী শেষ হওয়ার পর কোনো এক সময়ে হয়তো ভিন্ন ব্যবহারের জন্য এটি আবার ফিরে আসবে।”
২০২০ সালে একটি নীল রঙয়ের স্পট রোবট ব্যবহার করেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) । তারা এর নাম বদলে রাখে ‘ডিজিডগ’, যা সামাজিক মাধ্যমে ব্যপক ভাইরাল হয় ও জনগণের মনযোগ আকর্ষণ করে। পরবর্তীতে এই রোবট ফিরিয়ে দেয় ‘এনওয়াইপিডি’।
ব্রিটিশ অনলাইন সংবাদপত্র ‘দ্য ইন্ডিপেন্ডেন্টের’ প্রতিবেদনে উঠে এসেছে, বস্টন ডাইনামিক্স বা প্রতিশ্রুতি দেওয়া অন্যান্য কোম্পানি তাদের পণ্যকে অস্ত্রে পরিণত না করলেও অন্যান্য অনেক কোম্পানি ও সংস্থা এটি করতে পারে।
সম্প্রতি রাশিয়ার অস্ত্র প্রদর্শনীতে পিঠে ‘গ্রেনেড লঞ্চার’ বসানো একটি রোবট কুকুর প্রদর্শিত হয়েছে। পোষা প্রাণীর চেহারায় তৈরি ওই রোবট সম্ভবত চীনে উৎপাদিত বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
এর উৎপাদক ইউনিট্রি রোবটিক্স তাদের ওই রোবটে অস্ত্র যোগ করা বিষয়ে কোনো শর্ত দেয়নি। কেবল উল্লেখ রয়েছে, ‘অননুমোদিত ব্যবহারে’ কোনো ক্ষতির দায়ভার সেলস ওয়ারেন্টিতে থাকবে না।