বারবার অ্যাপ মিনিমাইজ ও রিসাইজ না করে পাশাপাশি রেখে একাধিক অ্যাপ দেখতে ও ব্যবহার করতে পারবেন এ ফিচারের মাধ্যমে।
Published : 13 Sep 2024, 01:05 PM
ছবি: মাইক্রোসফট কমিউনিটি
পিসিতে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করতে হলে, বার বার অ্যাপ পরিবর্তনের বিষয়টি বিরক্তিকর হতে পারে। বিশেষ করে জরুরী কাজের সময়। এ সমস্যার সমাধান করতেই উইন্ডোজে ‘স্ন্যাপ লেআউট’ ফিচার এনেছে মাইক্রোসফট।
বারবার অ্যাপ মিনিমাইজ ও রিসাইজ না করে পাশাপাশি রেখে একাধিক অ্যাপ দেখতে ও ব্যবহার করতে পারবেন এ ফিচারের মাধ্যমে। এ প্রসঙ্গে নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক।
ফিচারটি চালু করবেন কীভাবে?
ডিফল্টভাবে উইন্ডোজে ফিচারটি চালু করাই থাকে, এর আগে এটি ডিজএবল না করে থাকলে চালু থাকার কথা। তবুও একবার দেখে নিতে পারেন।
উইন্ডোজের স্টার্ট মেনুতে ক্লিক করুন, এরপর সেটিংস অ্যাপে যান। সেখানে সিস্টেম অপশনে ক্লিক করে বাম পাশের সাইডবার থেকে মাল্টি টাস্কিং অপশনটি বেছে নিন। ‘স্ন্যাপ উইন্ডোজ’ অপশনের পাশের টগলটি চালু করা আছে কিনা দেখুন।
পাশাপাশি, স্ন্যাপ লেআউট ফিচারের অভিজ্ঞতা কাস্টমাইজ করার জন্য স্ন্যাপ উইন্ডোজ মেনু চালু করতে পারেন। সেখান থেকে ফিচারের অদরকারি কোনো ধাপ বন্ধ করে নিতে পারেন।
ব্যবহারের উপায় কী?
প্রথমে যে অ্যাপগুলো একসঙ্গে ব্যবহার করতে চান সেগুলো চালু করুন। এরপর উইন্ডোজ+জেড বোতাম চেপে স্ন্যাপ লেআউট বক্স চালু করুন। বিকল্পভাবে উইন্ডোজের ওপরের ডান কোণায় মিনিমাইজ/রিস্টোর বোতামের ওপরে মাউস কারসর ধরেও এটি চালু করতে পারেন।
স্ন্যাপ লেআউট বক্স চালু হলে, কতোগুলো উইন্ডো দরকার তার ভিত্তিতে নিজের পছন্দের কনফিগারেশন বেছে নিন। কেবল দুটি অ্যাপের বেলায় স্ক্রিন দুইভাগে ভাগ করার অপশন বেছে নিন। এর বেশি অ্যাপ ব্যবহার করতে হলে স্ক্রিন তিন থেকে চার ভাগ করার অপশনও পাবেন।
কনফিগারেশন বেছে নেওয়ার পর উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবেই নির্দিষ্ট অ্যাপ স্ক্রিন রিসাইজ করে বেছে নেওয়া স্ক্রিন সেকশনে বসাবে। এরপর অন্য অ্যাপগুলো জন্য বাকি স্ক্রিন সেকশন বেছে নিন।
আগে থেকে অ্যাপ রয়েছে এমন সেকশনে নতুন উইন্ডো যোগ করতে গেলে উইন্ডোজ পূর্বের উইন্ডোটির জন্য নতুন জায়গা নির্বাচন করতে বলবে।
উইন্ডোজের স্ন্যাপ লেআউটের কোনো অ্যাপ বন্ধ করে দিলে অন্য অ্যাপে প্রভাব পড়ে না। স্ন্যাপড লেআউট থেকে অ্যাপ বাদ দিতে ‘ক্লোজ’ অথবা ‘মিনিমাইজ’ বোতামে চাপুন। কোন অ্যাপ মিনিমাইজ করলে, স্ন্যাপ লেআউট চালু থাকা অবস্থায় আবার খুললে সেটি স্ন্যাপড ভিউতেই ফিরে আসবে।
তবে, উইন্ডো ম্যাক্সিমাইজ বা বড় করার পরে,পুনরুদ্ধার বোতামে ক্লিক করলে স্ন্যাপ ভিউতে ফিরবে না। ওপরের একই প্রক্রিয়া অনুসরণ করে স্ন্যাপ লেআউটে এটি আবার স্থাপন করতে হবে।