পাসওয়ার্ড এমন ফিচার যা অনুমান বা চুরি করা যেতে পারে। তবে, পাসকি পাসওয়ার্ডেরই শক্তিশালী বিকল্প।
Published : 15 Aug 2024, 05:36 PM
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য পাসকি লগইন ফিচার চালু করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’।
পূর্বে টুইটার নামে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমটি বৃহস্পতিবার অ্যান্ড্রয়েডের জন্য ফিচারটি ঘোষণা করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে এবং এপ্রিলে বিশ্বব্যাপী আইওএস ব্যবহারকারীর জন্য এ সুরক্ষা ফিচার এনেছে এক্স।
গত বছর থেকেই ‘পাসকি’ ফিচারটি আনতে শুরু করে বিভিন্ন প্রযুক্তি ও অনলাইন পরিষেবা কোম্পানি। সংক্ষেপে, কোনো অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য একটি ডিজিটাল চাবি তৈরি করে ফিচারটি।
পাসওয়ার্ড এমন ফিচার যা অনুমান বা চুরি করা যেতে পারে। তবে, পাসকি পাসওয়ার্ডেরই শক্তিশালী বিকল্প। বর্তমানে বিভিন্ন পাসওয়ার্ড ম্যানেজারও গ্রাহকদের জন্য পাসকির বিকল্প আনছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।
অ্যাকাউন্ট তৈরির জন্য এক্স ব্যবহারকারীদের এখনও পাসওয়ার্ড প্রয়োজন হবে। তবে, অ্যাপ থেকে অ্যাকাউন্টে গিয়ে, মেনুর কয়েকটি অপশন থেকে পাসকি ফিচারটি চালু করতে হবে। ফিচারটি সিকিউরিটি ট্যাব-এর ‘অ্যাডিশনাল পাসওয়ার্ড প্রটেকশন’ অপশনে পাওয়া যাবে।