মাস্ক বলেছেন, এআই মডেলটি সিনথেটিক ডেটার ওপর প্রশিক্ষিত ও যৌক্তিক ধারাবাহিকতা পাওয়ার জন্য ডেটার মাধ্যমে বারবার যেসব ভুল করে তা খুঁজে বের করতেও পারে এটি।
Published : 01 Mar 2025, 05:07 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে প্রশিক্ষণের জন্য নাগরিকদের ব্যক্তিগত ডেটা ব্যবহার করে এক্স দেশটির প্রাইভেসি আইন লঙ্ঘন করেছে কি না তা নিয়ে এক্স-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কানাডার প্রাইভেসি নিয়ন্ত্রক সংস্থা।
কানাডার প্রাইভেসি কমিশনারের কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে তারা।
বিবৃতিতে উল্লেখ রয়েছে, “বিভিন্ন এআই মডেলকে প্রশিক্ষণ দিতে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার ও প্রকাশের ক্ষেত্রে দেশটির ফেডারেল প্রাইভেসি আইন মেনে চলার বিষয়ে প্ল্যাটফর্মটি কী ভূমিকা রাখছে তা তদন্তে গুরুত্ব দেবো আমরা।”
এর বাইরে এক্স-এর বিরুদ্ধে এমন অভিযোগের প্রকৃতি সম্পর্কে সংস্থাটি আর কোনও তথ্য দেয়নি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
দেশটির বিরোধী দল ‘নিউ ডেমোক্র্যাটিক পার্টি’র আইনপ্রণেতা ব্রায়ান ম্যাসে বলেছেন, তিনি এ সপ্তাহে প্রাইভেসি কমিশনারকে চিঠি লিখে এক্স-এর বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে ম্যাসে বলেছেন, “কানাডিয়ানদের ডেটা ব্যবহার নিয়ে এক্স-এর বিরুদ্ধে তদন্ত শুরু করতে প্রাইভেসি কমিশনার রাজি হওয়ায় আমি খুব খুশি। কারণ অ্যালগরিদম ব্যবহার করে ভুল তথ্য ছড়ানোর সময়ে স্বচ্ছতার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ।”
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি এক্স।
বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা ও মার্কিন বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ওপর ডিজিটাল পরিষেবা কর আরোপ নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখন বাড়ছে তখনই এক্স-এর বিরুদ্ধে দেশটি তদন্ত শুরু করল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই’ও প্রতিষ্ঠা করেন। ২০২২ সালে টুইটার কেনার পর প্লাটফর্মটির নাম বদলে এক্স রাখেন তিনি। এক্সএআই-এর গ্রক চ্যাটবটটি ব্যবহার করতে পারেন এক্স ব্যবহারকারীরা।
গত সপ্তাহে নিজেদের নতুন সংস্করণের এআই মডেল ‘গ্রক ৩’ উন্মোচন করেছে এক্সএআই।
ওই সময় মাস্ক বলেছেন, এআই মডেলটি সিনথেটিক ডেটার ওপর প্রশিক্ষিত ও যৌক্তিক ধারাবাহিকতা পাওয়ার জন্য ডেটার মাধ্যমে বারবার যেসব ভুল করে তা খুঁজে বের করতেও পারে এটি। গ্রক ২-এর চেয়ে ‘অনেক বেশি কার্যকর’ এ নতুন মডেলটি। গ্রক ২-এর চেয়ে ১০ থেকে ১৫ গুণ বেশি শক্তি রয়েছে নতুন সংস্করণের গ্রক ৩ এআই মডেলের।
গ্রক-এর মতো জেনারেটিভ এআই বিভিন্ন মডেলের প্রশিক্ষণ ও বিকাশের জন্য অনেক ডেটা প্রয়োজন।
কানাডার প্রাইভেসি কমিশন তাদের ওয়েবসাইটে বলেছে, প্রাইভেসি আইনে বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানি কীভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার ও প্রকাশ করতে পারবে তার নীতিমালা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সম্মতি, প্রকাশ, ধারণ ও প্রাইভেসি সম্পর্কিত নিয়মও।