নতুন নিয়মের খসড়া প্রকাশের পরপরই টেনসেন্ট-এর শেয়ার মূল্য কমেছে ১৬ শতাংশ। আর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী নেটইজ-এর শেয়ার মূল্য কমেছে প্রায় ২৫ শতাংশ।
Published : 23 Dec 2023, 05:03 PM
বিভিন্ন ভিডিও গেইমকে আকর্ষণীয় করে তোলে এমন ব্যয় ও পুরস্কার বন্ধের লক্ষ্যে বিস্তৃত পরিসরে নিয়মাবলী ঘোষণা করেছে চীনের নিয়ন্ত্রক সংস্থাগুলো।
শুক্রবারে ঘোষণা করা এসব নিয়মের ফলে এ বছরই লাভের মুখ দেখা বিশ্বের সবচেয়ে বড় গেইমিং বাজার ফের বিপাকে পড়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
নতুন এই নিয়মগুলো অনলাইন গেইমে খেলোয়াড়দের খরচের সীমা নির্ধারণ করে দেবে। প্রতিদিন গেইমে প্রবেশের জন্য, প্রথমবারের মতো গেইমে খরচ করলে বা ক্রমাগতভাবে গেইমে খরচ করলে যদি গেইমগুলো খেলোয়াড়দের পুরষ্কৃত করে, তবে গেইমগুলো নিষিদ্ধ করা হবে। আর এসব পুরস্কারই প্রায় সব অনলাইন গেইমের খেলোয়াড় আকর্ষণ ও আয়ের প্রধান পদ্ধতি।
চীনের প্রকাশনা কর্তৃপক্ষ ‘ন্যাশনাল প্রেস অ্যান্ড পাব্লিকেশন অ্যাডমিনিস্ট্রেশনস’ এসব নতুন নিয়মের খসড়া প্রকাশের পরপরই বিশ্বের সবচেয়ে বড় গেইমিং কোম্পানি টেনসেন্ট-এর শেয়ার মূল্য কমেছে ১৬ শতাংশ। আর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী নেটইজ-এর শেয়ার মূল্য কমেছে প্রায় ২৫ শতাংশ।
“নিয়ন্ত্রণ ব্যবস্থাটি নয়, এর নীতিগত ঝুঁকিটাই অনেক বেশি” – বলেন হংকংভিত্তিক ব্রোকারেজ কোম্পানি ‘ইউওবি কে হিয়ান’-এর নির্বাহী পরিচালক স্টিভেন লঙ।
“সবাই ভেবেছিল এ ধরনের ঝুঁকি শেষ হয়ে গিয়েছে, এবং আবারও গেইম ব্যবসায়ের মূল বিষয়গুলোয় মন দিতে শুরু করেছিল। এটি আত্মবিশ্বাসের অনেক ক্ষতি করে।”
চীনের রাজধানী বেইজিং কয়েক বছর ধরে ভিডিও গেইমের বিষয়ে ক্রমশ কঠোর হয়ে উঠছে। ২০২১ সালে চীন ১৮ বছরের কম বয়সী খেলোয়াড়দের জন্য কঠোর সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল। এ ছাড়াও, গেইম আসক্তির কথা উল্লেখ করে প্রায় ৮ মাস ধরে নতুন গেইম অনুমোদন স্থগিত করেছিল দেশটি।
গত বছর নতুন গেইম অনুমোদনের মাধ্যমে এই কঠোর ব্যবস্থার অবসান হলেও ‘ইন-গেইম’ খরচ বন্ধ করার মতো নানা বিধিনিষেধ জারি অব্যহত রেখেছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা।
তবে,শুক্রবার প্রকাশিত নিয়মগুলো ‘ইন-গেইম’ ব্যয় বন্ধে এখন অবধি সবচেয়ে সুস্পষ্ট বিধান। পুরস্কার দেওয়া নিষিদ্ধ ছাড়াও গেইমে খরচের জন্য খেলোয়াড়রা তাদের ডিজিটাল ওয়ালেটগুলোয় কতো টাকা টপ আপ করতে পারবে তার সীমা নির্ধারণ করতে হবে গেইম নির্মাতাদের।
নিয়মগুলোতে আরও উলেখ করা হয়েছে, গেইমগুলোর সম্ভাবনাভিত্তিক ‘লাকি ড্র’-তে অপ্রাপ্তবয়ষ্করা অংশ নিতে পারবে না। পাশাপাশি ভার্চুয়াল গেইমিং আইটেমগুলোর নিলামও নিষিদ্ধ করা হয়েছে ।
তবে, গেইমিং সেক্টরকে খুশি করার মতো একটি প্রস্তাবও আছে এই নতুন নিয়মে, যেখানে নিয়ন্ত্রকদের ৬০ দিনের ভেতর নতুন গেইম অনুমোদন প্রক্রিয়া শেষ করতে হবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
নতুন নিয়মগুলোতে ব্যবহারকারীর তথ্য সম্পর্কে চীনের উদ্বেগের প্রতিফলনও রয়েছে, এর ফলে গেইম প্রকাশকদের তাদের সার্ভার চীনের ভেতরেই রাখতে হবে।
চীনা প্রশাসন প্রস্তাবিত নিয়মগুলো সম্পর্কে জনসাধারণের মতামত নেবে ২০২৪ সালের ২২ জানুয়ারি পর্যন্ত।
২০২১ সালে বিভিন্ন কঠোর ব্যবস্থা আরোপের ফলে ২০২২ সালে গেইমিং শিল্পে স্মরণকালের সবচেয়ে বাজে বছর কাটায় চীন। আর প্রথমবারের মতো গেইমিং খাতে মোট রাজস্ব কমে যায় দেশটিতে।
চীনের ভিডিও গেইম বাজার এ বছর ফের লাভের মুখ দেখছে যেখানে আঞ্চলিক আয় ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২৬০ কোটি ডলারে।