মাত্র কয়েক চাপে সহজেই ছবি থেকে অনাকাঙ্ক্ষিত জিনিস সরিয়ে ফেলতে পারে ক্লিন আপ টুল৷ এটি অ্যাপল ডিভাইসে তোলা ছবিই নয় কাজ করবে গ্যালারর সব ছবির বেলায়।
Published : 11 Sep 2024, 05:05 PM
অ্যাপল ইন্টেলিজেন্সের প্রাথমিক ফিচারগুলো আইওএস ১৮.১-এর ডেভেলপার্স বেটা সংস্করণে এরইমধ্যে দেখার সুযোগ মিলেছে।
আর এ মাসেই পুরোপুরি প্রকাশ পাওয়ার কথা রয়েছে অ্যাপল অপারেটিং সিস্টেমের নতুন এ সংস্করণ।
আইওএস ১৮’র বেটা সংস্করণে এআইভিত্তিক বিভিন্ন ফিচারের অন্যতম মজার টুল হল ‘ক্লিন আপ’।
মাত্র কয়েক চাপে সহজেই ছবি থেকে অনাকাঙ্ক্ষিত জিনিস সরিয়ে ফেলতে পারে এ টুল৷ আর এটি শুধু অ্যাপল ডিভাইসে তোলা ছবি নয়, গ্যালারিতে থাকা যে কোনো ছবির বেলায় কাজ করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সইট ডিজিটাল ট্রেন্ডস।
ক্লিন আপ ব্যবহারের জন্য অবশ্যই আইওএস ১৮ ও অ্যাপল ইন্টেলিজেন্স-এর সাপোর্ট রয়েছে এমন ডিভাইস দরকার হবে।
পাশাপাশি, অ্যাপল ইন্টেলিজেন্সের ক্লিন আপ টুলটি বর্তমানে বেটা সংস্করণে রয়েছে। আর প্রকাশের আগে এতে কিছু পরিবর্তন হতে পারে। ফলে নিচের পদক্ষেপে কিছু পরিবর্তনও আসতে পারে।
কীভাবে ব্যবহার কবেন?
প্রথমেই ‘আইওএস ১৮.১ বেটা ৩’ সংস্করণ ইনস্টল করুন। নতুন মডেলের ডিভাইস বা সাপোর্ট করে এমন ডিভাইস থাকলে এটি অ্যাপলের বেটা সফটওয়্যার ওয়েবসাইট থেকে ইনস্টল করা খুবই সহজ কাজ।
১. ইনস্টল হওয়ার পর ডিভাইসের ‘ফটোজ’ অ্যাপটি চালু করুন।
২. এরপর গ্যালারি থেকে যে ছবিটি এডিট করতে চান সেটি বেছে নিন।
৩. এখান থেকে ‘এডিট মোড’-এ যেতে হবে। স্ক্রিনের নিচে থেকে এডিট বোতামে চাপুন।
৪. ‘ক্লিন আপ’ অপশনটি বেছে নিন।
৫. প্রথমবার ক্লিন আপ টুল ব্যবহারের বেলায় দেরি হতে পারে। কারণ অ্যাপল শুরুতেই ডিভাইসে ব্যবহারের জন্য এআই মডেল ডাউনলোড করবে। ক্লিন আপ আইকনে চাপলে টুলটি স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার মতো বিভিন্ন জিনিস শনাক্ত করবে, যেমন ছবিতে থাকা অনাকাঙ্ক্ষিত লোকজন। রং দিয়ে সেগুলো আউটলাইন করা থাকবে।
৬. স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হওয়া বস্তু মুছে ফেলতে একবারে শুধু একটি জিনিসই বেছে নিন।
৭. এ ছাড়া, স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হয়নি এমন বস্তু ম্যানুয়ালি মুছে ফেলতে পারেন। এর জন্য আঙুল ব্যবহার করে বস্তুর ওপরে চাপুন, বস্তুটির পাশে বৃত্ত আঁকুন অথবা রং করুন। পাশাপাশি, ছোট বস্তুর ক্ষেত্রে আঙুল দিয়ে ছবিটি জুম করে নিতে পারেন।
৮. হাইলাইট করা বস্তুর ওপরে চেপে সেগুলো মুছে ফেলুন। ছবি এডিট শেষ হলে ‘ডান’ অপশনে চাপুন।
মুছে ফেলা বস্তু ফিরিয়ে আনবেন কীভাবে?
ক্লিন আপ টুল দিয়ে করা যে কোনো পরিবর্তন একেবারে স্থায়ী নয়। কেউ চাইলেই ছবির আগের সংস্করণে ফিরে যেতে পারেন।
১. এডিটের প্রক্রিয়া চলাকালীন কোনো পরিবর্তন আগের অবস্থায় ফেরাতে, অ্যাপের ওপরের বাম কোণায় ‘আনডু’ বোতামে চাপুন। এ টুলটি ধাপে ধাপে প্রতিটি পরিবর্তন মুছে ফেলার জন্য নকশা করা হয়েছে।
২. ছবি এডিট করার পর পরিবর্তনগুলো মুছতে, প্রথমে অ্যাপ থেকে ছবিটি বেছে নিন। এরপর ‘রিভার্ট’ অপশনে চাপুন। নিশ্চিত করতে ‘রিভার্ট টু অরিজিনাল’ অপশনটি বেছে নিন। এ টুলটি সব পরিবর্তন মুছে ফেলার জন্য নকশা করা হয়েছে।