মোনার্ক বা রাজা প্রজাপতির ধৈর্য ও সক্ষমতা থেকে অনুপ্রাণিত হয়ে নতুন এ উদ্ভাবনটি বানিয়েছেন গবেষকরা।
Published : 26 Jan 2025, 06:37 PM
প্রজাপতির আদলে রোবোটিক ডানা তৈরি করেছেন গবেষকরা। দাবি তাদের, ব্যাটারি বা ইলেকট্রনিক্সের প্রয়োজন ছাড়াই কেবল চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে প্রজাপতির ডানার মতো কাজ করবে এটি।
গবেষকরা বলছেন, মোনার্ক বা রাজা প্রজাপতির ধৈর্য ও সক্ষমতা থেকে অনুপ্রাণিত হয়ে নতুন এ উদ্ভাবনটি করেছেন তারা। পরিবেশগত পর্যবেক্ষণ, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার কাজ ও চিকিৎসা প্রযুক্তিতে রূপান্তর ঘটাতে পারে তাদের এ উদ্ভাবন।
লম্বা দূরত্বের মাইগ্রেশনের জন্য সুপরিচিত মোনার্ক প্রজাপতি, এরা কানাডা ও মেক্সিকোর মধ্যে হাজার হাজার কিলোমিটার পথ ভ্রমণ করে। এসব প্রজাপতির ডানা সক্রিয় নড়াচড়ার সঙ্গে পরোক্ষ কার্যক্রম মিলিয়ে শক্তিসাশ্রয়ী উপায়ে উড়তে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।
মোনার্ক প্রজাপতির এ অনন্য গুণ থেকে অনুপ্রাণিত হয়ে এই চৌম্বকীয় রোবোটিক ডানা তৈরি করেছেন ‘টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডার্মস্টাড’ ও ‘হেলমহোল্টজ সেন্টার ড্রেসডেন-রোসেনডর্ফ’-এর গবেষকদের একটি দল।
রোবোটিক ডানা তৈরির জন্য ক্ষুদ্র চৌম্বকীয় কণা দিয়ে তৈরি এক নমনীয় প্লাস্টিক ব্যবহার করেছে অধ্যাপক অলিভার গুটফ্লেইশ ও ড. ডেনিস মাকারভের নেতৃত্বে এ দলটি। বাইরের চৌম্বক ক্ষেত্রের সংস্পর্শে এলে এর মধ্যে থাকা বিভিন্ন কণা নড়াচড়া করে। ফলে এসব ডানা বেঁকে যায় ও প্রজাপতির ওড়ার মতো উড়তে পারে।
এ রোবোটিক ডানা তৈরির প্রক্রিয়াটি বেশ চ্যালেঞ্জিং। থ্রিডি প্রিন্টিং ব্যবহার করে ১২টি আলাদা ডানার নকশা পরীক্ষা করেছেন গবেষকরা, যার মধ্যে কয়েকটিতে ছিল প্রজাপতির ডানার মতো শিরার কাঠামোও।
গবেষকদের মূল লক্ষ্য ছিল, মোনার্ক প্রজাপতির বিভিন্ন বৈশিষ্ট্য কীভাবে এসব রোবোটিক ডানার নমনীয়তা ও দক্ষতাকে প্রভাবিত করে তা খুঁজে বের করা।
গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট সিস্টেম’-এ। এতে দেখা গেছে, মোনার্ক প্রজাপতির শিরার মতো আদলে নকশাওয়ালা বড় আকারের বিভিন্ন রোবোটিক ডানার অভিযোজন ও বাঁকানোর বিষয়টি সহজ।
“এসব ডানা বানানোর ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ ছিল অতি-পাতলা ও নমনীয় কাঠামো তৈরি করা, যা চাপও সহ্য করতে পারে,” বলেছেন এ গবেষণার অন্যতম প্রধান লেখক কিলিয়ান শেফার।
বড় পরিসরে ব্যবহারের সম্ভাবনা রয়েছে এসব চৌম্বকীয় ডানার। পরিবেশভিত্তিক গবেষণায়, পরাগরেণুর সংখ্যা পর্যবেক্ষণ বা বায়ুর গুণমান পরিমাপ করতে পারে ‘ডানাওয়ালা’ এসব রোবট। দুর্যোগ পরিস্থিতিতে উদ্ধারের কাজে বিপজ্জনক এলাকায় চলাচল করতে সাহায্য করবে রোবটের ছোট আকারের শক্তি-সক্ষম ডানা।
চিকিৎসা ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে এ প্রযুক্তিটির। আক্রমণাত্মক অস্ত্রোপচারে সহায়তা করতে পারে হালকা ওজনের এসব রোবট, বিশেষ করে দেহের সূক্ষ্ম বিভিন্ন টিস্যুতে অস্ত্রোপচারের বেলায়।
বর্তমানে এসব রোবোটিক ডানা চলাচলের জন্য বাইরের চৌম্বক ক্ষেত্র প্রয়োজন। এ গবেষণার আরেক প্রধান লেখক মুহাম্মদ বিলাল খান বলেছেন, “চৌম্বক ক্ষেত্রের বিভিন্ন পরিবর্তন কীভাবে আরও জটিল নড়াচড়া ও তা নিয়ন্ত্রণ করতে পারে তা খতিয়ে দেখার পরিকল্পনা করছি আমরা।”
পরিবেশ থেকে অনুপ্রাণিত রোবোটিক্সের এই অগ্রগতি একাধিক ক্ষেত্রে উদ্ভাবনী সমাধানের দ্বার খুলে দিতে পারে, যার সবকটিই রাজা প্রজাপতির ওড়ার কৌশল থেকে অনুপ্রাণিত।