মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ চাইছে, ডিস্ট্রিক্ট জাজ অমিত মেহতা যেন অ্যাপল বা স্যামসাংয়ের মতো কোম্পানির সঙ্গে চুক্তি বন্ধ করতে বাধ্য করেন গুগলকে।
Published : 21 Nov 2024, 05:04 PM
অনলাইন সার্চে গুগলের একচেটিয়া আধিপত্য ঠেকাতে সম্প্রতি একাধিক প্রতিকারের প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বা ডিওজে।
বুধবার আদালতে দাখিল করা এক নথিতে ডিওজে বলেছে, নিজেদের ওয়েব ব্রাউজার ক্রোম বিক্রি করে দেওয়া উচিত এই প্রযুক্তি জায়ান্টটির। প্রস্তাবের আরও রয়েছে পাঁচ বছরের জন্য ব্রাউজার বাজারে ক্রোম-এর পুনরায় প্রবেশ নিষিদ্ধের বিষয়টিও।
এ নিয়ে আরও সুপারিশ করেছেন দেশটির সরকারি আইনজীবীরা। তারা চাইছেন, ডিস্ট্রিক্ট জাজ অমিত মেহতা যেন অ্যাপল বা স্যামসাংয়ের মতো কোম্পানির সঙ্গে চুক্তি বন্ধ করতে বাধ্য করেন গুগলকে। কারণ, এসব প্রযুক্তি কোম্পানির অনেক স্মার্টফোন ও ব্রাউজারে ডিফল্ট হিসেবেই আছে গুগলের সার্চ ইঞ্জিন, যেটি এর একচেটিয়া ব্যবসার অন্যতম হাতিয়ার।
অগাস্টে আদালতের এক যুগান্তকারী প্রতিযোগিতা বিরোধী রায় থেকে এসব প্রস্তাব দিয়েছে মার্কিন বিচার বিভাগ। ওই সময় বিচারক মেহতা রায় দেন, অবৈধভাবে অনলাইন সার্চে নিজেদের আধিপত্য ধরে রেখেছে গুগল।
মার্কিন বিচার বিভাগ-এর সঙ্গে এই প্রস্তাবনায় যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যও। এসব পরিবর্তন গুগলের একচেটিয়া বাজার ব্যবস্থা ভাঙতে সহায়তা করবে বলে দাবি তাদের।
“সার্চ ও সার্চ টেক্সট বিজ্ঞাপনের জন্য বাজারে প্রতিযোগিতা ফিরিয়ে আনতে পুনরায় সক্রিয় করতে হবে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, যা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে গুগল,” বলেছেন সরকারি আইনজীবীরা।
গুগলের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট কেন্ট ওয়াকার বলেছেন, “সার্চ ইঞ্জিনের বাইরেও গুগলের এমন অনেক পণ্য রয়েছে, যা মানুষ ভালোবাসেন ও দৈনন্দিন জীবনে সহায়ক বলে মনে করেন। প্রস্তাবিত এসব সিদ্ধান্ত গুগলের অনেক পণ্যকে নষ্ট করবে।”
এসব প্রস্তাবের বিরুদ্ধে ২০ ডিসেম্বরের মধ্যে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি আপিল করবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। এদিকে, ২০২৫ সালের গ্রীষ্মের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বিচারক মেহতা।
ওয়েব ট্রাফিক বিশ্লেষণ প্ল্যাটফর্ম ‘স্ট্যাটকাউন্টার’-এর মতে, অনলাইন সার্চের প্রায় ৯০ শতাংশই হয়ে থাকে গুগলের সার্চ ইঞ্জিনে।