Published : 21 Apr 2023, 01:15 PM
টুইটারের বিকল্প হিসেবে বিবেচিত জ্যাক ডরসি’র ব্লুস্কাই অ্যাপটি এখন কেবল আমন্ত্রণের ভিত্তিতে চালু হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে।
এর আগে ফেব্রুয়ারিতে অ্যাপলের অ্যাপ স্টোরেও চালু হয় অ্যাপটি। এতে টুইটারের মতো বেশ কয়েকটি ফিচার আছে, যা ব্যবহাকারীকে অন্যদের সার্চ ও ফলো করা, ছবিসহ পোস্ট তৈরি করার মতো বেশ কিছু সুবিধা দিয়ে থাকে। বর্তমানে সীমিত ব্যবহারকারী (সম্ভবত প্রায় ২৫ হাজার) থাকা অ্যাপটি চালু আছে বেটা সংস্করণে। তবে, এতে সরাসরি বার্তা পাঠানোর মতো সুবিধা নেই।
২০১৯ সালে সামাজিক প্ল্যাটফর্মগুলোর জন্য নতুন, বিকেন্দ্রীভূত মানদণ্ড তৈরির টুইটার-সমর্থিত একটি ‘সাইড প্রজেক্ট’ হিসাবে পরিকল্পিত হয়েছিল ব্লুস্কাই। তবে, ২০২১ সালে টুইটার থেকে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যায় এটি। আর মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকে এর বিকল্প হিসেবে মাসটডনের মতো বিভিন্ন বিকল্প উদীয়মান প্ল্যাটফর্মের কাফেলায় যুক্ত হয়েছে এটি।
ব্যবহারকারী কীভাবে নিজের সোশাল মিডিয়া দেখতে ও ব্যবহার করতে চান, তা নিয়ে তাদের সিদ্ধান্তের বিষয়টি বিবেচনায় নিয়ে অ্যাপটি নকশা করার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
“একটি উন্মুক্ত মার্কেটপ্লেস ডেভেলপারদের বিভিন্ন এমন অ্যালগরিদম নিয়ে পরীক্ষা চালানোর ও সেগুলো প্রকাশের স্বাধীনতা দেবে, যা যে কেউই ব্যবহার করতে পারেন।” --গত মাসে বলেন কোম্পানির সিইও জে গ্রাবার।
“ব্যবহারকারীর নিজস্ব ফিড কাস্টমাইজ করার সক্ষমতা, তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ মনযোগ নিয়ন্ত্রণের সুবিধা তাদের ফিরিয়ে দেবে।”
গ্রাবার বলেন, অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করার আগে এই ধাঁধা সমাধানের শেষ অংশগুলোর একটি হলো এর মডারেশন ব্যবস্থা।
“কারণ শুরু থেকেই ব্যবহারকারীর সুরক্ষায় অগ্রাধিকার দিতে চেয়েছি আমরা।” --সম্প্রতি এক ব্লগ পোস্টে লিখেন তিনি। এতে মূলত ‘অটোমেটেড ফিল্টারিং’ ও ‘সার্ভার স্তরের মডারেশনের’ সমন্বিত ব্যবস্থা ব্যবহৃত হবে, যা নিয়ন্ত্রণ করবেন অ্যাডমিনরা।