এ পরিকল্পিত যাত্রার অন্যান্য সদস্যের মধ্যে ছিলেন ডিজে স্টিভ আওকি, চলচ্চিত্র নির্মাতা ব্রেন্ডান হল, মিউজিশিয়ান চো সেং হুউ ও ইউটিউবার টিম ডড।
Published : 03 Jun 2024, 06:29 PM
এক সময় স্পেসএক্স-এর স্টারশিপে আট জন শিল্পীকে নিয়ে চাঁদের চারপাশ ঘুরে দেখার পরিকল্পনা করেছিলেন জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়া, তবে সেটি আর হচ্ছে না।
স্টারশিপের চলমান নির্মাণকাজ ও এর ফ্লাইট এরইমধ্যে অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত হওয়াকে এ পরিকল্পনা বাতিল করার কারণ হিসেবে উল্লেখ করেছেন মায়েজাওয়া।
শুক্রবার ‘ডিয়ারমুন’ নামের এক এক্স অ্যাকাউন্ট থেকে এ খবরটি প্রকাশ পায়। পরবর্তীতে এ ধনকুবের নিজেও বিষয়টিিএক পোস্টে নিশ্চিত করেছেন। মায়েজাওয়া বলেন, ২০১৮ সালে তার স্বাক্ষর করা চুক্তিতে উল্লেখ ছিল, তিনি ২০২৩ সালে মহাকাশে যেতে পারবেন। তবে, ‘স্টারশিপের উৎক্ষেপণ কবে নাগাদ হতে পারে, সে বিষয়টিই এখনও অনিশ্চিত’।
“এই পরিস্থিতিতে আমি পরিকল্পনা করতে পারছি না,” যোগ করেন মায়েজাওয়া।
Regarding the dearMoon project cancellation.
I signed the contract in 2018 based on the assumption that dearMoon would launch by the end of 2023.
It’s a developmental project so it is what it is, but it is still uncertain as to when Starship can launch.
— Yusaku Maezawa (MZ) (@yousuckMZ) June 1, 2024
তিনি আরও বলেন, ‘ক্রুর সদস্যদের এত দীর্ঘ সময় অপেক্ষায় রাখার বিষয়টি’ তাকে পীড়া দেয়। এ পরিকল্পিত যাত্রার অন্যান্য সদস্যের মধ্যে ছিলেন ডিজে স্টিভ আওকি, চলচ্চিত্র নির্মাতা ব্রেন্ডান হল, মিউজিশিয়ান চো সেং হুউ ও ইউটিউবার টিম ডড।
নভেম্বরে মায়েজাওয়া পোস্ট করেন, তার ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। এর কয়েকদিন পরই স্টারশিপের দ্বিতীয় ফ্লাইট টেস্টটি পরিচালিত হয়, যেখানে উৎক্ষেপণের পরপরই রকেটটি বিস্ফোরিত হয়।
৫ জুন স্টারশিপ রকেটের চতুর্থ উৎক্ষেপণ পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে স্পেসএক্স। তবে, রকেটটি এখনও ‘চ্যালেঞ্জিং প্রযুক্তিগত যাত্রার শুরুর পর্যায়ে’ আছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট আর্স টেকনিকা।
প্রকল্পটি বাতিলের আরেকটি কারণ হতে পারে, স্পেসএক্স হয়ত বিভিন্ন সরকারি চুক্তির পাশাপাশি মায়েজাওয়ার মূল সম্পদের দিকেও মনযোগ দিয়েছে, যা এখন ২০১৮ সালের তুলনায় অর্ধেক (এর পরও তার সম্পদের পরিমাণ একশ কোটি ডলারের বেশি)।
মহাকাশে এরইমধ্যে পাড়ি জমিয়েছেন মায়েজাওয়া। ২০২১ সালে রাশিয়ার সয়ুজ রকেটের সহায়তায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন তিনি, যেখানে তিনি অবস্থান করেছিলেন ১২ দিন।