কোনও ঘটনা বা লক্ষ্যে পৌঁছানোর জন্য মানুষের সামনে উপস্থাপন করা হয় সহজ ও জটিল ব্যাখ্যার বিভিন্ন কৌশল। আর এতে সহজ বিভিন্ন কৌশল বেছে নেন অংশগ্রহণকারীরা।
Published : 26 Nov 2024, 05:36 PM
সরল জীবনযাপনের মানে অপ্রয়োজনীয় জিনিসকে দূরে ঠেলে প্রয়োজনীয় বিষয়কে অগ্রাধিকার দেওয়া। আইনস্টাইন বলেছিলেন, জীবনে সবকিছু যতটা সরল বানানো যায় বানিয়ে ফেলুন।
কিন্তু সরলতা কেন গুরুত্বপূর্ণ? বা সহজ সমাধান কেন ভালবাসে মানুষ? — এর উত্তর মিলল সাম্প্রতিক এক গবেষণায়।
‘ইউনিভার্সিটি অফ ওয়াটারলু’-এর এক নতুন গবেষণা বলছে, লক্ষ্যে পৌঁছানোর জন্য সহজ ব্যাখ্যা ও উপায় পছন্দ করেন মানুষ। বিভিন্ন কাজকে দক্ষতার সঙ্গে করতে মানুষের আকাঙ্ক্ষা বা ইচ্ছার সঙ্গে যোগসূত্র রয়েছে সরলতার প্রতি ভালবাসা।
“গবেষণায় দেখা গেছে, জীবনের নানা কিছু ব্যাখ্যার জন্যই কেবল মানুষ সরলতাকে মূল্যায়ন করে বিষয়টি এমন নয়। বরং জীবনে সবচেয়ে সহজ ও কার্যকর উপায়ে যেভাবে মানুষ ফলাফল পাওয়ার বিষয়ে চিন্তা করে, সেখানেও সরলতার বিষয়টি গুরুত্বপূর্ণ,” বলেছেন এ গবেষণার প্রধান লেখক ও ‘ইউনিভার্সিটি অফ ওয়াটারলু’-এর মনোবিজ্ঞান বিভাগের পিএইচডি শিক্ষার্থী ক্লডিয়া সেহল।
সেহলের সঙ্গে এ গবেষণায় কাজ করেছেন একই ইউনিভার্সিটি’র মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ওরি ফ্রিডম্যান ও স্টেফানি ডেনিসন। গবেষণায় সাতটি বিষয় নিয়ে পরীক্ষা করেছেন গবেষকরা এবং এতে অংশগ্রহণ করেছেন দুই হাজার আটশ ২০ জন।
প্রতিটি পরীক্ষায় কোনও ঘটনা বা লক্ষ্যে পৌঁছানোর জন্য মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে সহজ ও জটিল ব্যাখ্যার বিভিন্ন কৌশল। এখানে স্বাভাবিকভাবেই সহজ বিভিন্ন কৌশল বেছে নেন অংশগ্রহণকারীরা।
সরলতার জয় কেন?
গবেষণায় দেখা গেছে, সাধারণ ও নির্ভরযোগ্য বিভিন্ন কারণ রয়েছে এমন ব্যাখ্যার প্রতি মানুষের আগ্রহ বেশি। যেমন– কোনও কিছুকে যদি পরিচিত ও নির্ভরযোগ্য কোনোও কিছুর মাধ্যমে ব্যাখ্যা করা যায় তবে মানুষের জন্য তা বোঝা সহজ।
এর পরিবর্তে বিরল বা অনির্ভরযোগ্য বিভিন্ন কারণ মানুষের বোঝার জন্য কঠিন ও বিভ্রান্তিকর হতে পারে।
“কারণ যত বেশি সাধারণ ও নির্ভরযোগ্য হয়, তত বেশি তা মানুষের পক্ষে মেনে নেওয়া সহজ। আর এটি কেবল কী ঘটছে তা ব্যাখ্যা করার জন্য নয়, বরং ভবিষ্যতে কীভাবে একইরকম ফলাফল পাওয়া যায় তা খুঁজে বের করার জন্যও গুরুত্বপূর্ণ,” বলেছেন সেহল।
গবেষণায় আরেকটি বিষয় উঠে এসেছে। যেমন– কোনও ঘটনা ব্যাখ্যা করতে কম কারণ ব্যবহার করতে হলে সেটি মানুষের জন্য দ্রুত ও কার্যকর হয়।
গবেষণা থেকে ইঙ্গিত মেলে, জীবনের কোনও ঘটনা ব্যাখ্যা করতে বা লক্ষ্য অর্জনে উভয় ক্ষেত্রেই সরলতার প্রতি মানুষের ভালবাসা মনের ওপর একরকম প্রভাব ফেলে।
দক্ষতাই মূল চাবিকাঠি
“আমাদের গবেষণায় আরও উঠে এসেছে, দক্ষতাকে গুরুত্ব দেয় মানুষ। অর্থাৎ কম দিয়ে বেশি পাওয়ার ধারণা। দক্ষতার উপর মানুষের এমন ধারণা আমরা কীভাবে কোনও কিছুর ব্যাখ্যা সম্পর্কে চিন্তা করি এবং কীভাবে বিভিন্ন কাজ করি তার আকার দেয়,” বলেছেন অধ্যাপক ফ্রিডম্যান।
“জীবনের বিভিন্ন ঘটনা বোঝা ও লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সরলতাকে বেছে নেওয়ার গুরুত্বকে তুলে ধরেছে আমাদের এ গবেষণা।”