প্রযুক্তি গবেষণা কোম্পানি টেক ইনসাইটস হুয়াওয়ের পণ্যটি খুলে টিএসএমসি’র চিপ দেখিয়েছে, যা যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ।
Published : 12 Nov 2024, 04:19 PM
চিপ নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)’কে চীনা গ্রাহকদের কাছে আধুনিক চিপ চালান বন্ধ করার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব চিপ প্রায়ই কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপে ব্যবহার হয়।
সোমবার থেকে এ নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে বরাত দিয়ে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে চিঠি পাঠিয়েছে টিএসএমসিকে। সেখানে ‘৭ ন্যানোমিটার’ প্রযুক্তির বা এমন আধুনিক নকশার কয়েকটি চিপ, যা চীনে যাওয়ার কথা, তার ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এআই মডেল ও গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ)’র বেলায় বাড়তি কর্ম শক্তি যোগায় এ আধুনিক চিপগুলো।
কোম্পানির একটি চিপ চীনা নির্মাতা হুয়াওয়ের এআই প্রসেসরে পাওয়া গেছে, ডিপার্টমেন্ট অফ কমার্সকে টিএসএমসি এ খবর জানানোর কয়েক সপ্তাহ পরেই এলো যুক্তরাষ্ট্রের এ আদেশ।
প্রযুক্তি গবেষণা কোম্পানি টেক ইনসাইটস হুয়াওয়ের পণ্যটি খুলে টিএসএমসি’র চিপ দেখিয়েছে, যা যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের কড়া নজর আছে হুয়াওয়ের ওপর। কোম্পানির জন্য রয়েছে সীমাবদ্ধ বাণিজ্য তালিকা, এর ফলে হুয়াওয়ের কাছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিওয়ালা কোনো পণ্য বা প্রযুক্তি পাঠানোর জন্য আলাদা লাইসেন্স নিতে হবে সরবরাহকারীদের। তবে, হুয়াওয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থায় কাজে আসতে পারে এমন যে কোনো পণ্যের লাইসেন্স সম্ভবত দেওয়া হবে না।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের ওই চিঠির প্রভাব পড়তে পারে এমন গ্রাহকদের টিএসএমসি জানিয়েছে সোমবার থেকে চিপগুলোর চালান স্থগিত করা হবে, বলেছেন সংশ্লিষ্ট ওই ব্যক্তি।
এ প্রসঙ্গে রয়টার্সের মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।
“সরকারের সঙ্গে রপ্তানি নিয়ন্ত্রণ বিষয়ে নিয়মিত আলোচনা করছে টিএসএমসি, এবং দেশীয় ও আন্তর্জাতিক নিয়ম মেনে চলবে বলেও পরিষ্কার করেছে কোম্পানিটি।” — এক বিবৃতিতে টিএসএমসি নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে বলেছে তাইওয়ানের ইকোনোমি মিনিস্ট্রি।
“কোম্পানিটি আইন মেনে চলে। প্রযোজ্য রপ্তানি নিয়ন্ত্রণসহ সব নিয়ম ও প্রবিধান মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।” – টিএসএমসি’র এক মুখপাত্রও এর বাইরে কিছু বলতে অস্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।