জাকারবার্গ নিজেকে লোকচক্ষু, মেটার বিভিন্ন পণ্য এমনকি রাজনীতি থেকেও আড়াল করার চেষ্টা করলেও সম্প্রতি তাকে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প।
Published : 01 Nov 2024, 01:16 PM
যুক্তরাষ্ট্রে সরকারিভাবে এললামা এআই মডেল ব্যবহার করানোর লক্ষ্যে দেশটির পাবলিক সেক্টরের সঙ্গে কাজ করছে মেটা, এমনই দাবি করেছেন কোম্পানির সিইও মার্ক জাকারবার্গ।
বুধবার মেটার তৃতীয় প্রান্তিকের হিসাব চলাকালীন নিজের বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এতে করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, যেমন- আদতে সরকারের কোন অংশগুলো মেটার এআই মডেল ব্যবহার করবে? ঠিক কোন উদ্দেশ্যে এআই ব্যবহার করা হবে? এললামা’য় ধরনের সামরিক খাত সংশ্লিষ্ট কোনো অ্যাপ্লিকেশন আছে কি না? এর জন্য মেটা আর্থিক ফি নেবে কি না?
এ প্রসঙ্গে প্রযুক্তি সাইট ভার্জ মেটার ব্যাখ্যা জানতে চাইলে কোম্পানির মুখপাত্র ফেইথ এইসচেন এক ইমেইল বার্তায় বলেছেন, “কীভাবে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় এললামা সহায়ক হতে পারে, তা খতিয়ে দেখতে আমরা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যৌথভাবে কাজ করছি। এর মধ্যে রয়েছে বিভিন্ন ছোট ব্যবসাকে সমর্থনের জন্য নিরাপদ পানি ও নির্ভরযোগ্য বিদ্যুৎ ব্যবহারের সুযোগ বাড়ানোর বিষয়টিও।”
তিনি আরও বলেন, তারা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছেন যাতে শিক্ষার্থীদের জন্য আরও ব্যবহারবান্ধব আর্থিক অনুদান প্রক্রিয়া তৈরিতে এললামা কীভাবে সহায়ক হতে পারে, সে বিষয়টি বোঝা সম্ভব হয়। এ ছাড়া, সরকারকে বিভিন্ন সুবিধা দিতে কীভাবে এললামা’র সুযোগ নেওয়া যায়, সে বিষয়ে অন্যদের সঙ্গেও আলোচনা চলছে।
তিনি আরও যোগ করেন, এইসব যৌথ উদ্যোগে ‘কোনো ধরনের আর্থিক ফি’র বিষয় নেই’।
মেটা এমন এক রোমাঞ্চকর সময়ে সরকারকে নিজেদের এআই ব্যবহার করার জন্য চাপ দিচ্ছে, যেখানে জাকারবার্গ নিজেকে লোকচক্ষু, মেটার বিভিন্ন পণ্য এমনকি রাজনীতি থেকেও আড়াল করার চেষ্টা করলেও সম্প্রতি তাকে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প।
এদিকে, মেটার এআই প্রতিদ্বন্দ্বীরাও মার্কিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে। সম্প্রতি ওপেনএআই ও অ্যানথ্রপিক বলেছে, নিরাপত্তা স্ক্রিনিংয়ের কথা বিবেচনায় রেখে, তারা নিজেদের বিভিন্ন এআই মডেল বাজারে চালু করার আগেই সেগুলোকে যুক্তরাষ্ট্রের ‘এআই সেইফটি ইনস্টিটিউট’-এর সঙ্গে শেয়ার করবে।
এআই সরবরাহক হিসেবে পেন্টাগনের সঙ্গে গুগলের সম্পর্ক ওঠানামার বিষয়টি ভালোভাবেই নথিভুক্ত। সম্প্রতি এক ব্লগ পোস্টে ওপেনএআই বলেছে, এর আগে যুক্তরাষ্ট্রের ‘ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা)’ এবং ‘লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরি’ তাদের এআই মডেল ব্যবহার করেছে।
জাকারবার্গ দাবি করেছেন, ২০২৫ সালে এআই খাতে আর্থিক বিনিয়োগ অব্যাহত রাখার পরিকল্পনা করছে মেটা, যা ‘স্বল্পমেয়াদে বিনিয়োগকারীদের মনপুত’ নাও হতে পারে। তবে, তিনি একে ‘পয়সা উসুল করার মতো কিছু একটা’ হিসেবেই দেখছেন বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।