এবারের আয়োজনে কোম্পানির বিভিন্ন পণ্যের জন্য বেশ কিছু নতুন টুল ও ফিচার দেখানো হয়েছে।
Published : 11 Jun 2024, 05:03 PM
অ্যাপলের বার্ষিক নির্মাতা সম্মেলন ‘ডব্লিউডব্লিউডিসি’র এবারের আয়োজনে কোম্পানির বিভিন্ন পণ্যের জন্য বেশ কিছু নতুন টুল ও ফিচার দেখানো হয়েছে।
আয়োজনটির সবচেয়ে আলোচিত ঘোষণাগুলো একবার দেখে নেওয়া যাক:
অ্যাপল ইন্টেলিজেন্স
ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, গুগলের জেমিনাই এবং মাইক্রোসফটের কোপাইলটের মতো জেনারেটিভ এআই সহায়ক ব্যবস্থার প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর, যাকে কোম্পানি ডাকছে ব্যবহারকারীর ব্যক্তিগত বুদ্ধিমত্তা ব্যবস্থা বলে।
প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে, বিভিন্ন ফলাফল খোঁজা বা প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে ওপেন ওয়েবের সহায়তা নিতে বলার পরিবর্তে, অ্যাপলের সিস্টেমটি কাজ সহজ করতে ব্যবহারকারীর ব্যক্তিগত প্রসঙ্গের ভিত্তিতে তথ্য দিয়ে থাকে।
উদাহরণ হিসেবে, ব্যবহারকারীর কাছে পাঠানো কোন বার্তাটি বেশি গুরুত্বপূর্ণ, তা বুঝে সেটিকে নোটিফিকেশন থেকে স্ক্রিনের সামনের দিকে নিয়ে আসা বা ভ্রমণের সময় ও রুটের ভিত্তিতে ব্যবহারকারীর দৈনিক অ্যাপয়েন্টমেন্টগুলো আরও ভালো উপায়ে সাজিয়ে দেওয়া।
এদিকে, আইফোন, আইপ্যাড ও ম্যাকে সরাসরি ‘বিল্ট-ইন’ করা নতুন এই সিস্টেমে বিভিন্ন লেখালেখির টুলও থাকছে, যার মাধ্যমে লেখার খসড়া আরও উন্নত করা, গুছিয়ে নোট লেখা বা পেশাদার ধাঁচের ইমেইল বার্তা তৈরি করার সুযোগ মিলবে।
এ ছাড়া, বিভিন্ন অ্যাপজুড়ে ছবি তৈরির টুল ও ‘নোটস’ অ্যাপের মাধ্যমে প্রতিলিপি তৈরির সুবিধাও দিচ্ছে কোম্পানিটি।
এর পাশাপাশি, ‘জেনমোজি’ নামের একটি ব্যক্তিগত ইমোজি তৈরির টুলও দেখানো হয়েছে এবারের আয়োজনে।
চ্যাটজিপিটি চুক্তি
জেনারেটিভ এআই নিয়ে নিজেদের প্রচেষ্টার বাইরেও চ্যাটজিপিটি’র নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে অ্যাপল, যার ফলে অ্যাপলের সফটওয়্যারে সমন্বিত হতে দেখা যাবে জনপ্রিয় এ চ্যাটবটকে।
কিছু কিছু তথ্য নেওয়ার ক্ষেত্রে, অ্যাপল ইন্টেলিজেন্স পর্যালোচনা করে দেখবে চ্যাটজিপিটি এতে সহায়ক কি না। তার ভিত্তিতে এটি ব্যবহারকারীকে জিজ্ঞেস করবে, চ্যাটজিপিটি থেকে তথ্য নিতে তিনি ওপেনএআইয়ের কাছে অনুরোধ পাঠাতে চান কি না।
অ্যাপলের নির্বাহী কর্মকর্তারা বলেছেন, অন্যান্য এআই চ্যাটবটের সঙ্গেও একই ধরনের চুক্তি করতে আগ্রহী ছিল কোম্পানিটি, যাতে ব্যবহারকারীর কাছে বিভিন্ন ধরনের জেনারেটিভ টুল ব্যবহারের সুযোগ থাকে।
আইওএস ১৮
এবারের আয়োজনের মূল খবর এআই প্রযুক্তি হলেও এতে অ্যাপলের বিভিন্ন অপারেটিং সিস্টেমের প্রচলিত আপডেটও এসেছে।
এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আপডেটগুলো এসেছে আইওএস ১৮ অর্থাৎ আইফোনকে ক্ষমতা দেওয়া সফটওয়্যারে, যেগুলো মূলত প্রাইভেসিকেন্দ্রিক। এর পাশাপাশি, আপডেট এসেছে ‘মেসেজেস’ অ্যাপেও।
প্রাইভেসির কথা বললে ব্যবহারকারী এখন থেকে আইফোনে বিভিন্ন সুনির্দিষ্ট অ্যাপ লক করার সুবিধা পাবেন যাতে ফোন অন্য কারও হাতে গেলে তারা সেইসব অ্যাপ ব্যবহার করতে না পারেন।
একইভাবে, ব্যবহারকারীরা এখন থেকে ফোনের ভিউ স্ক্রিন থেকে বা কোনো ফোল্ডারে বিভিন্ন অ্যাপও লুকিয়ে রাখার সুযোগ পাবেন।
মেসেজেস অ্যাপে খুব শিগগিরই প্রথমবারের মতো বিভিন্ন বার্তা শেডিউল করার সুবিধা পাবেন আইফোন ব্যবহারকারীরা। এ ছাড়া, স্যাটেলাইটের মাধ্যমে বার্তা পাঠানোর সুবিধাও চালু করতে যাচ্ছে কোম্পানিটি। এর মানে দাঁড়ায়, ওয়াইফাই বা ডেটা সংযোগ ছাড়াই অনলাইনে যুক্ত থাকবেন ব্যবহারকারী।
ওয়াচওএস ১১
‘অ্যাপল ওয়াচ’-এর সফটওয়্যার আপডেটের অংশ হিসেবে ব্যবহারকারী এখন থেকে নিজের দৈনিক কায়িক শ্রমের পরিমাপ করতে পারবেন ‘ট্রেইনিং লোড’ নামের নতুন ফিচারের সহায়তায়, যা ব্যবহারকারীর প্রশিক্ষণ গড় মাত্রার ওপর বা নিচে কি না, সে বিষয়টি জানাবে। এতে করে আঘাত পাওয়ার ঝুঁকিও কমে আসবে।
আইপ্যাডওএস১৮
অবশেষে আইপ্যাডে চালু হচ্ছে এতোদিন আইফোনে থাকা ‘ক্যালকুলেটর’ অ্যাপটি।
শুধু তাই নয়, এতে ‘ম্যাথ নোটস’ নামের একটি টুলও থাকছে, যা তাৎক্ষণিক ও স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন গাণিতিক হিসাব ও সমিকরণ সমাধান করতে পারে।
ম্যাকওএস সিকোইয়া
অ্যাপলের ম্যাক কম্পিউটারের পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘সিকোইয়া’।
এ আপডেটের সবচেয়ে উল্লেখ যোগ্য ফিচার হল ‘আইফোন মিররিং’ নামের নতুন ফিচারটি, যা ব্যবহারকারীকে ম্যাক থেকে সরাসরি নিজেদের আইফোনে প্রবেশ ও নিয়ন্ত্রণ করার সুবিধা দেবে।