২০১৫ সালে একটি অলাভজনক কোম্পানি হিসাবে স্টার্টআপটি যৌথভাবে প্রতিষ্ঠা করেন মাস্ক ও অল্টম্যান।
Published : 15 Feb 2025, 03:59 PM
ওপেনএআই যদি ‘তার লক্ষ্য সংরক্ষণ’ করতে ও একটি অলাভজনক এআই কোম্পানি হিসেবে থাকতে রাজি হয় তাহলে ৯ হাজার সাতশ ৪০ কোটি ডলারের প্রস্তাব তুলে নেবেন ইলন মাস্ক।
বুধবার আদালতে দাখিল করা নথিতে, মার্কিন এ ধনকুবেরের আইনজীবীরা বলেছেন চ্যাটজিপিটি নির্মাতার বোর্ড যদি ‘বাণিজ্যিকীকরণের জন্য কোম্পানিটির ব্যবহার বন্ধ করতে রাজি হয়’ তবে এ প্রস্তাব তুলে নেবে তারা।
ইলন মাস্কের নেতৃত্বে বিনিয়োগকারীদের এক কনসোর্টিয়াম এ সপ্তাহের শুরুতে এমন প্রস্তাব দিয়েছেন, যা এক দশক আগে প্রতিষ্ঠিত এআই কোম্পানির সঙ্গে চলমান বিরোধের সর্বশেষ মোড় বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
২০১৫ সালে একটি অলাভজনক কোম্পানি হিসাবে স্টার্টআপটি যৌথভাবে প্রতিষ্ঠা করেন মাস্ক ও অল্টম্যান। তবে ২০১৮ সালে টেসলা ও এক্স প্রধান মাস্ক ওপেনএআই ছেড়ে যাওয়ার পর থেকে তাদের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে।
আদালতের নথিতে উল্লেখ রয়েছে, “ওপেনএআই-এর বোর্ড যদি তাদের অলাভজনক কোম্পানির মিশন চালিয়ে যেতে প্রস্তুত থাকে ও এর লাভজনক কোম্পানিতে রূপান্তর বন্ধ করার শর্তে সই করে তাবে এই নিলাম প্রত্যাহার করে নেবেন মাস্ক। অন্যথায় অলাভজনক ওপেনএআইয়ের তহবিলে ক্ষতিপূরণ জমা দিতে হবে।”
ওপেনএআই প্রতিষ্ঠার সময় এর উদ্যোক্তাদের মূল নীতি ছিল, কোম্পানিটি অলাভজনক হবে। ইলন মাস্ক অভিযোগ করেন, সে জায়গা থেকে সরে এসেছেন অল্টম্যান। গত বছর ব্যবসায়ের দ্রুত প্রসারের পর আনুষ্ঠানিকভাবে ওপেনএআই তাদের কর্পোরেট কাঠামো পরিবর্তনের পরিকল্পনা প্রকাশ করে।
ওপেনএআই বলেছিল, সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল বিকাশের জন্য প্রয়োজনীয় অর্থ পেতে তাদের লাভজনক কোম্পানিতে রূপান্তর জরুরি ছিল।
ইন্ডিপেনডেন্ট লিখেছে, মাস্ক ও তার নিজস্ব এআই স্টার্টআপ ‘এক্সএআই’ ও বিনিয়োগকারীদের একটি কনসোর্টিয়াম ওপেনএআই অধিগ্রহণ করতে চায়। যাতে ওপেনএআইকে একটি অলাভজনক গবেষণা ল্যাব হিসাবে তার মূল মিশনে ফিরিয়ে আনতে পারে তারা। এর মাধ্যমে ওপেনএআই মাস্কের ব্যক্তিগত কোম্পানি এক্সএআই-এর ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হতে পারবে না। সম্প্রতি ছয়শ কোটি ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে এক্সএআই।
এ প্রস্তাবের প্রতিক্রিয়ায় এক্স পোস্টে অল্টম্যান লিখেছেন, “এ প্রস্তাবে আমরা রাজি নই। তবে আপনাকে ধন্যবাদ। আপনি চাইলে নয়শ ৭৪ কোটি ডলারে আমরা টুইটার কিনব।”
এদিকে, ইলন মাস্ককে নিরাপত্তাহীনতায় ভোগা একজন অসুখী মানুষ বলে মন্তব্য করেছেন ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান।
ব্লুমবার্গকে অল্টম্যান বলেছেন, “আমি মাস্কের কষ্ট অনুভব করতে পারছি। সম্ভবত তার পুরো জীবনটাই নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে গেছে।”
“আমার ধারণা, সে সুখী মানুষ নয়।”