আইএমএফ দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেলের অতি ক্রিপ্টো-বান্ধব নীতির বিরোধিতা করেছিল। সংস্থাটি সতর্ক করেছিল এসব নীতি আর্থিক সহায়তায় বাধা হতে পারে।
Published : 20 Dec 2024, 02:39 PM
বিশ্বের প্রথম বিটকয়েনের দেশ হিসেবে পরিচিত এল সালভাদর নিজেদের বিতর্কিত বিটকয়েন নীতি থেকে সরে আসতে রাজি হওয়ার পরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে একশো ৪০ কোটি ডলারের ঋণ চুক্তি করেছে।
বিশ্বব্যাপী ঋণদাতা সংস্থাটি বলেছে, বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি গ্রহণের সঙ্গে জুড়ে থাকা ঝুঁকি কমেছে, কারণ এখন ব্যবসাগুলো বিটকয়েন গ্রহণ করা বা না করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
২০২১ সালে এল সাল্ভাদর বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে বৈধ মুদ্রা ঘোষণা করে।
আর সম্প্রতি সময়ে এ ক্রিপ্টোকারেন্সির দাম ভাঙছে একের পর এক রেকর্ড, যার সর্বশেষ রেকর্ড মূল্য এক লাখ আট হাজার ডলারেরও কিছু বেশি ছিল বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
“ফান্ড পলিসির সঙ্গে সামঞ্জস্য করে বিটকয়েন প্রকল্পের সম্ভাব্য ঝুঁকিগুলো কমে যাবে।” – উল্লেখ রয়েছে আইএমএফ-এর ঘোষণায়।
“নতুন আইনি সংস্কার বেসরকারি খাতের বিটকয়েন গ্রহণ করার বিষয়টি বাধ্যতামূলক থাকছে না। সরকারি খাতের জন্য, বিটকয়েন সম্পর্কিত অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিটকয়েনের লেনদেন সীমাবদ্ধ থাকবে।”
এল সালভাদরের অর্থনীতিকে সহায়তার লক্ষ্য করা এ চুক্তি এখনও আইএমএফ-এর নির্বাহী বোর্ডের অনুমোদন পায়নি বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
আইএমএফ দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেলের ক্রিপ্টো-বান্ধব নীতির বিরোধিতা করেছিল। সংস্থাটি সতর্ক করেছিল এসব নীতি আর্থিক সহায়তায় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে, নভেম্বরে মার্কিন নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের জয়লাভের পর বিটকয়েনের দাম বাড়তে থাকার বিষয়ে সোশাল মিডিয়ায় উদযাপন করেছেন দেশটির প্রেসিডেন্ট বুকেলে।
ডিসেম্বরের শুরুতে বিটকয়েনের দাম প্রথমবারের লাখ ডলারের ওপর উঠে যাওয়ায়, বুকেলে সোশাল মিডিয়া পোস্টে বলেছিলেন ক্রিপ্টোকারেন্সিতে তার দেশের সম্পদের মূল্য দ্বিগুণেরও বেশি হয়েছে। পাশাপাশি, দেশের অনেক নাগরিকের বিটকয়েনের এ উত্থান হাত ছাড়া হওয়ায় দোষারোপ করেন নিজের রাজনৈতিক বিরোধীদের।
প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউসের চেয়ে ক্রিপ্টোকারেন্সির প্রতি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে আগত ট্রাম্প প্রশাসনকে।
বৃহস্পতিবার ইউএস ফেডারেল রিজার্ভ পরের বছর সুদের হার কমানোর ধীর গতির ইঙ্গিত দেওয়ার পরে বিশ্বব্যাপী শেয়ার মার্কেটের সঙ্গে ক্রিপ্টোকারেন্সির দরও কিছু কমেছে। বিটকয়েন বর্তমানে এক লাখ ডলারের কাছাকাছি মূল্যে রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।