গত জানুয়ারিতে হলিউড অভিনেতা ‘ব্র্যাড পিটে’র সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ৬ লাখ ৬১ হাজার ৫০৮ পাউন্ড হারানোর কথা স্বীকার করেছেন ৫৩ বছর বয়সী এক ফরাসি নারী।
Published : 28 Feb 2025, 11:16 AM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ‘প্রেমিকা’র সঙ্গে ‘লং ডিসট্যান্স রিলেশনে’ জড়িয়ে অর্থাৎ ডেটিং প্রতারণার শিকার হয়ে প্রায় ২২ হাজার পাউন্ড খোয়ালেন চীনের এক ব্যক্তি।
বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৩৪ লাখ টাকা।
‘প্রতারণার শিকার’ ব্যক্তির নাম লিউ। তিনি ভেবেছিলেন ‘জিয়াও’ নামের একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছে। এ এআই ‘প্রেমিকা’র সঙ্গে নিয়মিত যোগাযোগ হত তার এবং অনলাইনে তারা একে অপরকে ভিডিও পাঠাতেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
সাংহাই শহরের বাসিন্দা লিউ জানতেন না, জিয়াও নিছক একটি কাল্পনিক চরিত্র, যাকে ব্যবহার করা হচ্ছে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য।
চীনের সংবাদমাধ্যম ‘সিসিটিভি নিউজ’ প্রতিবেদনে লিখেছে, জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে জিয়াওয়ের কাল্পনিক ব্যক্তিত্ব তৈরি করে প্রতারকরা। এরপর লিউকে বোঝায়, ওই নারীর চিকিৎসার বিল পরিশোধ ও ব্যবসার জন্য অর্থের প্রয়োজন। এমন কথা বলে লিউয়ের কাছ থেকে দুই লাখ ইউয়ান বা প্রায় ২১ হাজার ৭২২ পাউন্ড হাতিয়ে নেয় প্রতারকরা।
পুলিশের তদন্তে উঠে এসেছে, “প্রতারক দলটি” লিউকে “এমন ভিডিও ও ছবি পাঠিয়েছে, যার সবই এআই দিয়ে তৈরি বা অনেকগুলো ছবিকে একসঙ্গে করে বানানো হয়েছে”।
এজন্য ভুয়া মেডিকেল রিপোর্ট ও বিলও তৈরি করে প্রতারকরা, যাতে ভুক্তভোগীকে বিশ্বাস করানো যায় যে, তার ‘প্রেমিকা’র জরুরিভিত্তিতে আর্থিক সহায়তার প্রয়োজন।
সিসিটিভি নিউজ প্রতিবেদনে লিখেছে, “এ পুরো প্রক্রিয়ায় জিয়াওয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে কখনও দেখা হয়নি লিউয়ের।”
গোটা বিশ্বের জন্যই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এ ধরনের এআই প্রতারণা। বাস্তব ব্যক্তিদের ছদ্মবেশ ধারণ করতে বা আর্থিক জালিয়াতির জন্য সম্পূর্ণ কাল্পনিক ব্যক্তিত্ব তৈরিতে প্রযুক্তিটি ব্যবহার করছে অপরাধীরা।
সাম্প্রতিক বছরগুলোতে অনেক এআই ডেটিং কেলেঙ্কারির ঘটনা ঘটেছে, যেখানে অপরাধীরা ভুক্তভোগীদের মানসিক ও আর্থিকভাবে শোষণ করার জন্য অত্যন্ত বাস্তব উপায়ে ডিজিটাল ব্যক্তিত্ব তৈরি করেছে।
গত জানুয়ারিতে অভিনেতা ‘ব্র্যাড পিটে’র সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ৬ লাখ ৬১ হাজার ৫০৮ পাউন্ড হারানোর কথা স্বীকার করেছেন ৫৩ বছর বয়সী এক ফরাসি নারী।
ভুয়া বার্তা ও এআই ভিডিও ব্যবহার করে ওই নারীর সঙ্গে প্রতারণা করে অপরাধীরা। ফলে নিজের স্বামীকে ডিভোর্স দেন ও ব্যাপকহারে আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি।
গত বছরের নভেম্বরে ডেটিং অ্যাপ ‘টিন্ডার’-এ ‘মাইক মার্ডি’ নামের এক প্রতারক মার্কিন সেনাবাহিনীর কর্নেল সেজে ষাটোর্ধ্ব এক ব্রিটিশ নারীর কাছ থেকে ১৯ হাজার ৭৫২ পাউন্ড হাতিয়ে নেন।
এরও আগে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একজন মা থানায় রিপোর্ট করেছিলেন, এআই ব্যবহার করে তার মেয়ের কণ্ঠস্বর প্রতিলিপি করেছে প্রতারকরা, যাতে তার কাছ থেকে ১০ লাখ ডলার আদায় করা যায়।