এর আগেও মেটার পারমাণবিক শক্তিনির্ভর ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা ছিল। তবে, সাইটের কাছাকাছি এক বিরল প্রজাতির মৌমাছি আবিষ্কার হলে পরিকল্পনাটি ভেস্তে যায়।
Published : 04 Dec 2024, 05:45 PM
যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টারের জ্বালানি চাহিদা মেটাতে পারমাণবিক শক্তি ব্যবহারের পরিকল্পনা নিশ্চিত করেছে ফেইসবুকের মালিক কোম্পানি মেটা। এ প্রকল্পে কাজ করার জন্য প্রস্তাব পাওয়ার কথাও ঘোষণা করেছে এ টেক জায়ান্ট।
২০৩০ দশকের শুরু থেকে ডেটা সেন্টারগুলোতে পারমাণবিক শক্তির মাধ্যমে এক থেকে চার গিগাওয়াট পর্যন্ত শক্তি যোগ করাই এ প্রকল্পের লক্ষ্য বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
প্রকল্প বিষয়ক প্রস্তাবের জন্য কোম্পানির অনুরোধে বলা হয়েছে, মেটা এমন অংশীদারের সন্ধান করছে যাদের হয় ‘স্মল মডিউলার রিঅ্যাক্টর’ (এসএমআর) বা বড় পারমাণবিক চুল্লি নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
এক্সিওস নিজেদের প্রতিবেদনে লিখেছে, সম্ভাব্য পারমাণবিক সাইটগুলোর ভৌগলিক অবস্থান নিয়ে কোম্পানির এখনও সন্দেহ রয়েছে।
এর আগেও পারমাণবিক শক্তির মাধ্যমে চলে এমন ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা মেটার ছিল। তবে, সাইটের কাছাকাছি একটি বিরল প্রজাতির মৌমাছি আবিষ্কারের পরে পরিকল্পনাটি ভেস্তে যায় বলে বছরের শুরুতে এক প্রতিবেদনে লিখেছিল ফাইনান্সিয়াল টাইমস।
“নতুন সব উদ্ভাবন এ খাতে বিশাল প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে আসে এবং অর্থনৈতিক উন্নয় ঘটায়। আমরা বিশ্বাস করি নিউক্লিয়ার এনার্জি আমাদের উভয় ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটানোর মতো দৃঢ় শক্তি যোগানোর পাশাপাশি আশপাশের মানুষকেও সাহায্য করবে।” – এক বিবৃতিতে বলেছে মেটা।
যারা নিজেদের এআই উদ্ভাবন আরও এগিয়ে নিতে পারমাণবিক শক্তি খুঁজছে এমন কোম্পানির তালিকায় আরও নাম আছে। এসএমআর থেকে ৫০০ মেগাওয়াট পারমাণবিক শক্তি যোগ করার লক্ষ্য সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক চুল্লি নির্মাণের জন্য চুক্তি ঘোষণা করেছে সার্চ জায়ান্ট গুগল।
পাশাপাশি, নিজেদের এআই বিকাশের জ্বালানি চাহিদার জন্য মাইক্রোসফটও এ বছর বলেছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ‘থ্রি মাইল আইল্যান্ড’-এর পারমাণবিক প্ল্যান্ট নতুন করে চালু করতে চায় এ সফটওয়্যার জায়ান্ট।