‘এক্স স্পেস’ প্লাটফর্মে দেখানো এ সাক্ষাৎকারটি সোমবার নিউ ইর্য়ক স্থানীয় সময় রাত আট টায় শুরু হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ের ৪২ মিনিটের মধ্যে শুরু করা সম্ভব হয়নি।
Published : 13 Aug 2024, 02:54 PM
জনসংযোগ বা আলাপচারিতায় ডনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে বিরক্তিকর অভিজ্ঞতা সম্ভবত কোনো ধরনের বাধার মুখোমুখি হওয়া, এবং সে কারণে তিনি নিজে কথা বলতে না পারা। সেটিই ঘটল ইলন মাস্কের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাৎকারে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার অন্যতম শীর্ষ সমর্থক ও এক্স প্ল্যাটফর্মের মালিক ইলন মাস্কের আলাপ জমজমাটভাবে শুরু হলেও এখন শোনা যাচ্ছে, সেই সময়ই গোটা প্ল্যটফর্মটি ছিল সাইবার আক্রমণের শিকার।
‘এক্স স্পেস’ প্লাটফর্মে দেখানো এ সাক্ষাৎকারটি সোমবার নিউ ইর্য়ক স্থানীয় সময় রাত আট টায় শুরু হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ের ৪২ মিনিটের মধ্যে শুরু করা সম্ভব হয়নি।
সাক্ষাৎকার শুরুর ১৮ মিনিট পরে মাস্ক দাবি করেন, ‘বড় পরিসরে ডিনায়াল-অফ-সার্ভিস বা ডিডিওএস সাইবার হামলার’ শিকার হওয়ার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর ‘এক্স স্পেস’ প্লাটফর্মটিকে পরিকল্পনামাফিক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়ে উঠেনি।
There appears to be a massive DDOS attack on 𝕏. Working on shutting it down.
Worst case, we will proceed with a smaller number of live listeners and post the conversation later.
— Elon Musk (@elonmusk) August 13, 2024
এ সময় প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জের বেশ কয়েকজন কর্মী ‘এক্স স্পেস’ প্লাটফর্মে প্রবেশ করতে পেরেছিলেন। তারা বলেন, সাক্ষাৎকারটি শুরু হওয়ার আগে প্রায় ৩০ মিনিট ধরে ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে ‘লোফি টেকনো’ মিউজিক বেজেছে।
এ সময় এক্স-এর বাকি অংশের কাজ স্বাভাবিকভাবে চলেছিল বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ। তবে কোম্পানির একটি সূত্র ভার্জকে নিশ্চিত করেছে, প্লাটফর্মটি আসলে ‘ডিডিওএস’ হামলার শিকার হয়নি।
তবে এক্সের আরেক কর্মী বলেন, এ হামলার বিষয়ে মাস্কের মিথ্যা বলার সম্ভাবনা রয়েছে ‘৯৯ শতাংশ’।
এক্স-এ একাধিক ফলো-আপ পোস্টে মাস্ক দাবি করেছেন, সোমবার আট মিলিয়ন শ্রোতার সঙ্গে এ সিস্টেমটি পরীক্ষা করেছে কোম্পানিটি। সাক্ষাৎকারটি শুরু হওয়ার সময় এক্স বলেছিল, নয় লাখ ১৫ হাজার শ্রোতা-দর্শক ‘এক্স স্পেস’ প্লাটফর্মে এটি শুনছেন।
We will proceed with the smaller number of concurrent listeners at 8:30 ET and then post the unedited audio immediately thereafter https://t.co/oxF8PsNHnZ
— Elon Musk (@elonmusk) August 13, 2024
রাত ৮:৪০ টার দিকে ‘এক্স স্পেস’-এ সাক্ষাৎকারটি শুরু হওয়ার সময় আবারও ‘ডিডিওএস হামলা’র দাবি করেন মাস্ক। তিনি বলেন, “এই বড় পরিসরে হামলা থেকেই বোঝা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য শুনে অনেক মানুষ এর বিরোধিতা করছেন।”
সাক্ষাৎকারের এই ব্যর্থতার দিকটি ২০২৩ সালে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের এক্স-এ দেওয়া এক ঘোষণার কথা স্মরণ করিয়ে দেয়। যেখানে তিনি প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং সেবারও প্রযুক্তিগত সমস্যা হয়েছিল শুরুতেই। ওই সময় এ সমস্যার জন্য সার্ভারের উপর বেশি চাপ পড়ে যাওয়াকে দায়ী করেছিলেন মাস্ক।