এতদিন হরাইজন ওয়ার্ল্ডস শুধু ভিআর অভিজ্ঞতা হিসেবে থাকলেও এর কিছু কিছু অভিজ্ঞতায় এখন মেটার হরাইজন মোবাইল অ্যাপ থেকে প্রবেশ করা যায়।
Published : 30 Aug 2024, 01:50 PM
এবার ১০ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ৩ডি প্ল্যাটফর্ম ‘হরাইজন ওয়ার্ল্ডস’ উন্মুক্ত করে দিচ্ছে সোশাল মিডিয়া জায়ান্ট মেটা।
বুধবারের এ ঘোষণায় কোম্পানিটি আরও বলেছে, এতে শিশুরা কী ধরনের অভিজ্ঞতায় প্রবেশ করতে পারবে, তা নিয়ন্ত্রণ করার পর্যাপ্ত সুবিধা থাকবে অভিভাবকদের কাছে। পাশাপাশি, কোন কোন অভিজ্ঞতা শিশুদের ক্ষেত্রে প্রাসঙ্গিক, তা নির্ধারণে সহায়তার জন্য একটি ‘এজ রেটিং’ ব্যবস্থাও থাকবে এতে।
এজন্য কোনো শিশুকে হরাইজন ওয়ার্ল্ডস ব্যবহার করতে তাদের মা-বাবার একটি মেটা অ্যাকাউন্ট থাকার পাশাপাশি এতে প্রবেশ করার জন্য তাদের অনুমতিও লাগবে।
একবার মা-বাবার কাছ থেকে অনুমোদন পাওয়ার পর শিশুরা বিভিন্ন একক অভিজ্ঞতায় প্রবেশের আবেদন জানাতে পারবে। এ ছাড়া, অভিভাবকরা একটি ‘সেটিং’ বাছাই করে সুনির্দিষ্ট ‘এজ রেটিং’ থাকা সকল অভিজ্ঞতায় শিশুদের প্রবেশের সুযোগও করে দিতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।
এদিকে, শিশুদের জন্য আরও বেশ কিছু সুরক্ষা ব্যবস্থা রেখেছে মেটা। এর মধ্যে রয়েছে মা-বাবা চালিত মেটা অ্যাকাউন্টে ‘ভয়েস’ চ্যাটিং নিষ্ক্রিয় করে রাখার সুবিধাও। তবে, কিছু কিছু কনটাক্টের জন্য ভয়েস চ্যাটিং সক্রিয় রাখার সুযোগও মিলবে এতে।
মা-বাবার অনুমতি ছাড়া শিশুদেরকে সবসময় অফলাইনেই দেখা যাবে। এ ছাড়া, প্ল্যাটফর্মটিতে ‘পার্সোনাল বাউন্ডারি’ নামে একটি সেটিং আছে, যা থেকে ভার্চুয়াল জগতে অন্যান্য ব্যবহারকারীর শিশুদের কাছাকাছি পৌঁছানোর মতো ঘটনা ঠেকাতে পারবেন অভিভাবকরা।
এতদিন হরাইজন ওয়ার্ল্ডস শুধু ভিআর অভিজ্ঞতা হিসেবে থাকলেও এর কিছু কিছু অভিজ্ঞতায় এখন মেটার হরাইজন মোবাইল অ্যাপ থেকে প্রবেশ করা যায়। আর হরাইজন ওয়ার্ল্ডসের প্রতি মনযোগ বাড়াতে সম্প্রতি অ্যাপটিকে নতুন করে নকশা করেছে মেটা।
গত মাসে মেটা ঘোষণা করেছিল, অভিভাবক পরিচালিত অ্যাকাউন্টে মা বাবার অনুমতি নিয়ে শিশুরা বিভিন্ন মিক্সড রিয়ালিটি ও ভার্চুয়াল রিয়ালিটি অভিজ্ঞতার পাশাপাশি অন্যদের সঙ্গে চ্যাটিং বা কল করার সুবিধাও পাবে।