চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার মার্কিন অংশের এক কোটি শেয়ার বিক্রি করতে যাচ্ছে কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা’র পারিবারিক ট্রাস্ট।
বৃহস্পতিবার আদালতে জমা দেওয়া নথিতে আলিবাবা উল্লেখ করেছে, বিক্রি করতে চাওয়া শেয়ারের মূল্য প্রায় ৮৭ কোটি ১০ লাখ ডলার।
আগামী ২১ নভেম্বরের মধ্যে এইসব শেয়ার মা’র পারিবারিক ট্রাস্টের আংশিক তহবিল ‘জেএসপি ইনভেস্টমেন্ট’ ও ‘জেসি প্রপার্টিজ’ বিক্রি করতে চায় বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এই প্রসঙ্গে রয়টার্স আলিবাবা ও জ্যাক মা ফাউন্ডেশনের মন্তব্য জানতে চাইলে কারও পক্ষ থেকেই তাৎক্ষণিক জবাব পাওয়া যায়নি।
২০১৯ সালে আলিবাবা’র চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান মা। পরবর্তীতে, ২০২০ সালের শেষ দিকে চীন সরকারের নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করার পর থেকে জনসম্মুখ থেকে অনেকটা হারিয়েই যান বর্ণাট্য ও আলোচিত এই শীর্ষ ব্যবসায়ী। চীনের প্রযুক্তি জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে পরিচিত মা’র হারিয়ে যাওয়া সে সময় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বর্তমানে আলিবাবার নেতৃত্বে রয়েছেন মা’র দীর্ঘকালের সহযোদ্ধা ও কোম্পানির আরেক সহ-প্রতিষ্ঠাতা এডি উয়ু।
অন্যদিকে, এবারের প্রান্তিকের ফলাফল আসার আগেই আলিবাবার যুক্তরাষ্ট্র অংশের শেয়ারমূল্য কমেছে তিন শতাংশের বেশি।