কেকিয়াস ম্যাক্সিমাস হচ্ছে একটি মিমকয়েনের নাম, যা মাসকটের মতোই এক ধরনের ক্রিপ্টোমুদ্রা। এর নাম সম্ভবত অনলাইন মিম থেকে এসেছে।
Published : 01 Jan 2025, 06:26 PM
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিজের নাম ও প্রোফাইল ছবি বদলে ‘কেকিয়াস ম্যাক্সিমাস’ রাখেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, যা ক্রিপ্টোকারেন্সির প্রতি তার সমর্থনেরই ইঙ্গিত।
মঙ্গলবার নিজের নাম বদলে ‘পেপে দ্য ফ্রগ’ নামের কমিক চরিত্র ও ইন্টারনেট মিমের নাম ও নতুন প্রোফাইল ছবি দেন টেসলা প্রধান মাস্ক। কিন্তু কেন নিজের নাম বদলে দিলেন তাৎক্ষণিকভাবে এর কোনো ব্যাখ্যা দেননি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এই টেক মোঘল।
Kekius Maximus will soon reach level 80 in hardcore PoE pic.twitter.com/Cg5ttuqjvX
— Kekius Maximus (@elonmusk) December 31, 2024
তবে এ ধরনের মিম উগ্র ডানপন্থী বিভিন্ন গোষ্ঠী ব্যবহার করেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
নির্বাচনে জয়ী হওয়ার আগে থেকেই ট্রাম্পের পাশে রয়েছেন মাস্ক। একইসঙ্গে তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন বলে মনে করা হচ্ছে। দেশটির নতুন ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’র কো-চেয়ার হিসেবেও ঘোষণা করা হয়েছে মাস্কের নাম।
কেকিয়াস ম্যাক্সিমাস কী?
কেকিয়াস ম্যাক্সিমাস হচ্ছে একটি মিমকয়েনের নাম, যা মাসকটের মতোই এক ধরনের ক্রিপ্টোমুদ্রা। মূলত অনলাইনে শেয়ার করা মিম থেকে অনুপ্রাণিত একটি নাম কেকিয়াস ম্যাক্সিমাস।
অতীতে বিভিন্ন ধরনের মিমকয়েনের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন মাস্ক। যেমন– ডোজকয়েন ক্রিপ্টোমুদ্রার প্রতি, যার নাম জনপ্রিয় ‘শিবু ইনু’ কুকুরের মিমের সঙ্গে জড়িয়ে রয়েছে।
নিউজউইক প্রতিবেদনে লিখেছে, ধারণা করা হচ্ছে মাস্কের এই নামটি ‘কেক’ শব্দগুচ্ছ ও ২০০০ সালের গ্ল্যাডিয়েটর সিনেমার ‘ম্যাক্সিমাস ডেসিমাস মেরিডিয়াস’ চরিত্রের মিশ্রণ হতে পারে।
এদিকে, মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ প্লাটফর্ম এক্স-এ তার নাম পরিবর্তন করার পর থেকে ক্রিপ্টোকারেন্সিটির মূল্য কমপক্ষে ৭০০ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দেনিক ইন্ডিপেনডেন্ট।
নিজের নাম ও ছবি পরিবর্তন করার সময় প্রাচীন রোমান বর্ম পরা একটি মিম ‘পেপে দ্য ফ্রগে’র একটি ছবি শেয়ার করেছেন মাস্ক, যেখানে একটি পাথরে খোদাই করা রয়েছে ‘৮০’। যার ক্যাপশনে লেখা আছে, “কেকিয়াস ম্যাক্সিমাস শিগগিরই হার্ডকোর পিওইতে ৮০ স্তরে পৌঁছাবে।”
‘পিওই’ বলতে হয়তো ‘পাথ অফ এক্সাইল ২’ নামের ভিডিও গেইমকে বুঝিয়েছেন মাস্ক। এর আগে তিনি বলেছিলেন, এ গেইমটি খেলেন তিনি। ১৩ ডিসেম্বর ‘কেকিয়াস ম্যাক্সিমাস’ শব্দগুচ্ছের একটি পোস্টও শেয়ার করেছেন মাস্ক।