টেসলা একটি স্বচালিত পরিবেশবান্ধব কোম্পানি, যা বছরের পর বছর ধরে একটি ‘হিউম্যানয়েড রোবট’ নিয়ে কাজ করে চলেছে।
Published : 24 Jul 2024, 05:50 PM
সম্প্রতি ‘হিউম্যানয়েড রোবট’ বানানোর পরিকল্পনা ঘোষণা করেছেন ইলন মাস্ক, যা খুব শিগরিরই বিক্রির জন্য বাজারে আসবে।
ইলন মাস্ক ইঙ্গিত দিয়েছেন, কয়েক বছরের মধ্যে বিক্রির জন্য বাজারে প্রস্তুত থাকবে টেসলার এআই-চালিত বিভিন্ন ‘হিউম্যানয়েড রোবট’।
সোমবার এক এক্স বার্তায় মাস্ক বলেছেন, ‘অপটিমাস’ নামের রোবটটি আগামী বছরের শুরুতেই কোম্পানির অভ্যন্তরীণ কাজে ব্যবহার করা হবে।
“আগামী বছর থেকে টেসলার অভ্যন্তরীণ কাজে ব্যবহারের জন্য কোম্পানিটির ‘হিউম্যানয়েড রোবট’ থাকবে। একইসঙ্গে আশা করছি অন্যান্য কোম্পানির উচ্চ উৎপাদনের জন্যও ২০২৬ সালে এ রোবট বাজারে থাকবে,” এক্স বার্তায় লিখেছেন টেসলা সিইও।
টেসলা একটি স্বচালিত পরিবেশবান্ধব কোম্পানি, যা বছরের পর বছর ধরে একটি ‘হিউম্যানয়েড রোবট’ নিয়ে কাজ করে চলেছে। কোম্পানিটি বলেছে, এ রোবট বানানোর লক্ষ্য কোনো ‘সাধারণ কাজের উদ্দেশ্যে একটি দো-পায়া, স্বচালিত ‘হিউম্যানয়েড রোবট’ তৈরি করা। যা মানুষের বিকল্প হিসেবে অনিরাপদ ও বারবার করতে হয় এমন কাজ বা বিরক্তিকর বিভিন্ন কাজ করতে পারবে।’
২০২২ সালে মাস্ক প্রথম অপটিমাস রোবটের একটি প্রোটোটাইপ উন্মোচন করেন। সেই সময়ে রোবটটি তৈরি করা হয়েছিল তার ও ধাতু দিয়ে। যা মানুষের আকারে অস্পষ্টভাবে কনফিগার করা হয়েছিল। রোবটটির প্রথম প্রজন্ম খুব ধীরে নড়াচড়া করতে পারত। যেমন — কয়েক কদম হাঁটা ও ভিড়ের দিকে ইশারা করা।
তবে গত বছর টেসলা নিজেদের পরবর্তী প্রজন্মের অপটিমাস রোবটের ঝলক দেখায়। যেখানে একটি মসৃণ ডিজাইন, উন্নত ফিচার ও সেন্সর যুক্ত করা হয়, যা রোবটটিকে দ্রুত কাজ করতে সাহায্য করে।
রোবটটির দক্ষতার ঝলক হিসেবে এক ভিডিওতে দেখা মেলে, একটি ডিম না ভেঙ্গেই রোবটটি তা হাতে তুলে নিতে পারে। এমনকি ধরে রাখতে ও ডিমটিকে নির্দিষ্ট জায়গায় রাখতেও পারে এটি।
২০২৬ সালের মধ্যে অপটিমাস রোবটটিকে বাজারে বিক্রির জন্য আনার কথা বললেও মাস্কের এ পরিকল্পনা ভুল হতে পারে। কারণ, দীর্ঘ ইতিহাস বলে, সচরাচর পণ্য নকশা ও উন্নয়নে কতটা সময় লাগতে পারে সে বিষয়ে টেসলার সিইও খুব একটা পারদর্শী নন।
২০১৭ সালে মাস্কের প্রতিষ্ঠিত আরেক কোম্পানি বোরিং। সেই সময় একটি টানেল তৈরির কথা ছিল বোরিং কোম্পানিটির, যা নিউ ইয়র্ক সিটি থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত কয়েক মিনিটের মধ্যে লোকদের নিয়ে যেতে পারবে। তবে এ নির্মাণ কাজ শুরুই হয়নি।
২০১৯ সালে মাস্ক ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২০ সালের মধ্যে টেসলার রাস্তায় ১০ লাখ ‘স্বচালিত রোবোট্যাক্সি’ থাকবে৷ বাজারে আসেনি এটিও৷
‘হিউম্যানয়েড রোবটে’র ধারণা একেবারেই নতুন নয় এবং টেসলার বাইরের বেশ কয়েকটি কোম্পানি বিশেষ করে হুন্ডাইয়ের মালিকানাধীন ‘বস্টন ডায়নামিক্স’ একইরকম মডেলের রোবট তৈরির কাজ এগিয়ে নিচ্ছে।
টেসলা বিদ্যুচ্চালিত যানবাহন তৈরির জন্য পরিচিত হলেও মাস্ক ইঙ্গিত দিয়েছেন, এআই প্রযুক্তির বিকাশে তিনি আগ্রহী। তাই অপটিমাস রোবটের বাইরেও ‘স্ব-চালিত ড্রাইভিং’ প্রযুক্তিসহ স্বয়ংক্রিয় গাড়ি আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।