যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে কারণ দেখিয়ে এ ধরনের প্রযুক্তি হুয়াওয়ের কাছে বিক্রি করা নিষিদ্ধ রয়েছে। তবে, হুয়াওয়ের পণ্যে কীভাবে এই চিপ ঢুকল সে ব্যাখ্যা মেলেনি।
Published : 28 Oct 2024, 03:33 PM
হুয়াওয়ের এআই প্রসেসরে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টিএসএসসি’র চিপ পাওয়ায় চীনা এক চিপ ডিজাইনার কোম্পানিকে চিপ পাঠানো স্থগিত করেছে টিএসএমসি।
সংশ্লিষ্ট দুজন ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স বলেছে, টিএসএমসি থেকে এমন চিপ অর্ডার করে সোফগো, যা পাওয়া গেছে চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের ‘অ্যাসেন্ড ৯১০বি’ চিপে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় এ ধরনের প্রযুক্তি হুয়াওয়ের কাছে বিক্রি করা নিষিদ্ধ। তবে, হুয়াওয়ের পণ্যে কীভাবে এই চিপ ঢুকল তা নিশ্চিত করেনি বার্তা সংস্থাটি।
রোববার নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে সোফগো বলেছে, সব ধরনের আইন মেনেই চলছে কোম্পানিটি এবং তারা কখনোই হুয়াওয়ের সঙ্গে কোনো ব্যবসায়িক সম্পর্কে জড়ায়নি।
ক্রিপ্টোকারেন্সি মাইনিং ইকুইপমেন্ট কোম্পানি ‘বিটমেইন’-এর সঙ্গে যুক্ত সোফগো আরও বলেছে, হুয়াওয়ের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই তা প্রমাণ করতে বিস্তারিত এক তদন্ত প্রতিবেদন টিএসএমসি’কে জমা দিয়েছে তারা।
এ বিষয়ে কোনও মন্তব্য করতে রয়টার্সের অনুরোধে রাজি হয়নি টিএসএমসি। হুয়াওয়ে’ও তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য সাড়া দেয়নি। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণের নিয়ম লঙ্ঘনের বিষয়ে সচেতন ছিল তারা। তবে কোনও তদন্ত চলছে কি না তা নিয়ে মন্তব্য করেনি সংস্থাটি।
প্রযুক্তি গবেষণা কোম্পানি ‘টেকইনসাইটস’ হুয়াওয়ের অ্যাসেন্ড ৯১০বি প্রসেসর পরীক্ষার সময় টিএসএমসি’র চিপ খুঁজে পায় বলে মঙ্গলবার রয়টার্সকে জানায় এ সংশ্লিষ্ট অন্য একটি সূত্র। সূত্রটি বলছে, প্রায় দুই সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রকে এ বিষয়টি জানায় টিএসএমসি।
ওই সময় ক্লায়েন্টের কাছে চিপ পাঠানো বন্ধ করে দেয় টিএসএমসি। তাইওয়ানের এক কর্মীর বরাত দিয়ে বুধবার রয়টার্স বলেছে, তাদের চিপ হুয়াওয়ের পণ্যে ব্যবহৃত হয়েছে তা জানতে পারার পর এ স্থগিতাদেশ দেয় কোম্পানিটি।
এদিকে, তাইওয়ান ও মার্কিন কর্তৃপক্ষকে সতর্ক করেছে টিএসএমসি। একইসঙ্গে বিস্তারিত তদন্তও শুরু করেছে চিপ নির্মাতা কোম্পানিটি। টিএসএমসি’র ওই কর্মী গ্রাহকের নাম প্রকাশ না করলেও বিভিন্ন সূত্র তাকে সোফগো’র গ্রাহক বলে চিহ্নিত করেছে।
এ সপ্তাহের শুরুতে বিশ্বের অন্যতম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা কোম্পানি টিএসএমসি বলেছে, ২০২০ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে হুয়াওয়েকে কোনো চিপ সরবরাহ করেনি তারা। পাশাপাশি এ বিষয়টি নিয়ে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ‘সক্রিয়ভাবে যোগাযোগ’ করছে কোম্পানিটি।
অন্যদিকে চীনের শেনঝেনভিত্তিক কোম্পানি হুয়াওয়ে মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ২০২০ সালে টিএসএমসির ওপর যুক্তরাষ্ট্র নতুন রপ্তানি আইন আরোপ করার পর আর কোনও চিপ তৈরি করেনি তারা।
এর আগে টিএসএমসি হুয়াওয়ের অ্যাসেন্ড সিরিজের জন্য চিপ সরবরাহ করেছে বলে চলতি বছরের শুরুতে রয়টার্সকে জানায় টিএসএমসি। ২০২২ সালে বাজারে আসা অ্যাসসেন্ড ৯১০বি চিপকে দেখা হয় কোনো চীনা কোম্পানির কাছ থেকে পাওয়া সবচেয়ে উন্নত এআই চিপ হিসেবে।