পুলিশি হেফাজত থেকে জামিন পেতে তাকে গুনতে হয়েছে ৫০ লাখ ইউরো।
Published : 29 Aug 2024, 02:04 PM
ফরাসি আদালতে মামলা দায়ের হয়েছে টেলিগ্রাম প্রতিষ্ঠাতা ও রাশিয়ান বিলিয়নেয়ার পাভেল দুরভের বিরুদ্ধে। তবে, তদন্ত চলাকালেই তাকে জামিনে মুক্তি দিয়েছে দেশটি, শর্ত তিনি দেশটি ত্যাগ করতে পারবেন না।
বুধবার দুরভের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগের মধ্যে রয়েছে টেলিগ্রাম অ্যাপে ‘শিশু পর্নোগ্রাফি, অবৈধ ওষুধ বিক্রি ও হ্যাকিং সফটওয়্যার সরবরাহ। পাশাপাশি, তার বিরুদ্ধে ‘টেলিগ্রামের অবৈধ কার্যক্রম নিয়ে তদন্তে অসহযোগিতার’ অভিযোগও উঠেছে বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।
শনিবার প্যারিসের কাছাকাছি এলাকা থেকে গ্রেপ্তার হন দুরভ, যেখানে পুলিশি হেফাজত থেকে জামিন পেতে তাকে গুনতে হয়েছে ৫০ লাখ ইউরো।
এমনকি তদন্ত চলাকালীন ফ্রান্সে আদালতের মনিটরিংয়ের মধ্যে থাকার পাশাপাশি সপ্তাহে দু’বার থানায় হাজিরা দেওয়ার শর্তও রয়েছে মামলাটিতে। আর এতে বেশ কয়েক মাস এমনকি কয়েক বছরও সময় লাগতে পারে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
এর মানে, দুরভ, যিনি বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়ে কাজ করার জন্য পরিচিত, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো নাকচ হওয়ার আগ পর্যন্ত তাকে ফ্রান্সেই থাকতে হবে। এর আগে দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে আনা সকল অভিযোগকে ‘স্রেফ বোকামি’ বলে আখ্যা দিয়েছিল টেলিগ্রাম। পাশাপাশি, কোম্পানিটি আরও যোগ করে, অ্যাপের ব্যবহারকারীদের কাজের দায়ভার তার ওপর দেওয়া উচিৎ নয়।