নির্দিষ্ট কাজে বা বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলকেই বলা হচ্ছে এআই এজেন্ট।
Published : 12 Dec 2024, 06:38 PM
নিজেদের ভার্চুয়াল এআই সহকারী জেমিনাই-এর পরবর্তী প্রজন্ম প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল। কোম্পানি বলছে, এর মাধ্যমে এআই দৌড়ে আরও এক ধাপ এগিয়েছে তারা।
নতুন সংস্করণকে ‘জেমিনাই ২.০ ফ্ল্যাশ’ বলছে গুগল। পাশাপাশি, তাদের দাবি এটি আগে মডেলের তুলনায় বেশি স্মার্ট এবং দ্রুত কাজ করতে পারে।
এআই মডেলের টেক্সট, অডিও, ভিডিও ও ইমেজ ইনপুট একসঙ্গে বুঝতে পারার ক্ষমতাকে বলা হয় মাল্টিমোডালিটি। সার্চ জায়ান্ট বলছে, জেমিনাই ২.০ ফ্ল্যাশ মডেল টেক্সট, অডিও, ভিডিও ও ইমেজ ইনপুট বোঝার পাশাপাশি মাল্টিমোডাল আউটপুটও তৈরি করতে পারে, যেমন ছবির সঙ্গে লেখা তৈরি। এমন ফিচার এই প্রথম এল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এ ছাড়া, ফ্ল্যাশ ২.০ বিভিন্ন বাড়তি ‘নেটিভ’ টুলের সঙ্গেও কাজ করতে পারে। যেমন গুগল সার্চ প্রশ্নে সাহায্য করা। পাশাপাশি, অন্যান্য থার্ড-পার্টি কাজেও ব্যবহার হতে পারে এ মডেল।
গুগল আরও জানিয়েছে, এআই এজেন্টের ধারণা মাথায় রেখে তৈরি হয়েছে জেমিনাই ২.০। কোম্পানির মতে জেনারেটিভ এআই বিকাশের পরবর্তী পর্যায় হতে পারে এটি।
নির্দিষ্ট কাজে বা বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলকেই বলা হচ্ছে এআই এজেন্ট।
“আমাদের এজেন্টিক যুগের জন্য তৈরি মডেলগুলো পরবর্তী যুগের সূচনা করতে পেরে আমরা দারুণ এক্সাইটেড। উপস্থাপন করছি এখন পর্যন্ত আমাদের সবচেয়ে সক্ষম এআই মডেল জেমিনাই ২.০।” – বলেছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাই।
“মাল্টিমোডালিটির নতুন অগ্রগতির পাশাপাশি নেটিভ টুলে ব্যবহারের মাধ্যমে, এটি আমাদের নতুন এআই এজেন্ট তৈরি করতে দেবে, যা আমাদের ‘ইউনিভার্সাল অ্যাসিস্ট্যান্ট তৈরির’ কাছাকাছি নিয়ে যাবে।”
গুগল সিইও নিশ্চিত করেছেন, জেমিনাই ২.০ এখন থেকে শুরু করে জানুয়ারির মধ্যে ক্রমাগতভাবে সাধারণ ব্যবহারকারী ও ডেভেলপারদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। তবে, এর একটি চ্যট-অপ্টিমাইজড সংস্করণ ওয়েবে ও অ্যাপে অবিলম্বে ব্যবহার করতে পারবেন জেমিনাই ব্যবহারকারীরা।