কোম্পানিটির ওয়েবসাইটে মডেল এস সেডান ও মডেল এক্স-এর জন্য ‘অর্ডার নাও’-এর বাটনটি ‘ভিউ অ্যাভেইলেবল কারস’ বাটনে পরিবর্তন করেছে টেসলা।
Published : 14 Apr 2025, 07:11 PM
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে আরোপিত শুল্কের সঙ্গে খাপ খাইয়ে নিতে বিভিন্ন কোম্পানি হিমশিম খাচ্ছে। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে উৎপাদিত দুটি মডেলের গাড়ি চীনে পাঠানো বন্ধ করেছে টেসলা।
ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক পরিচালিত এ ইভি কোম্পানিটি তাদের ‘মডেল এস সেডান’ ও ‘মডেল এক্স’ নামের দুটি গাড়ির জন্য চীনা ওয়েবসাইটে ‘এখনই অর্ডার করুন’ বোতামটি সরিয়ে দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ান।
এমন পরিবর্তনের কোনও কারণ ব্যাখ্যা করেনি টেসলা। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের গতি বেড়ে যাওয়ার পর কোম্পানিটি এমন পদক্ষেপ নিল।
ট্রাম্প চীনের ওপর মোট শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করেছেন। অন্যদিকে শুক্রবার মার্কিন রপ্তানির ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছে চীন।
গার্ডিয়ান লিখেছে, এই সীমান্ত কর দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্যকে অত্যন্ত ব্যয়বহুল করে তুলেছে এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিভিন্ন গাড়ি এখন স্থানীয়ভাবে উৎপাদিত গাড়ির তুলনায় চীনে অনেক কম বিক্রি হবে।
রয়টার্স প্রতিবেদনে লিখেছে, চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট-এ থাাকা টেসলার মিনি প্রোগ্রাম অ্যাকাউন্টে আমদানি করা দুটি নতুন মডেলের ইভি গাড়ির অর্ডার আর করা যাচ্ছে না।
মার্কিন গাড়ি কোম্পানির ওয়েবসাইটে মডেল এস ও মডেল এক্স-এর জন্য ‘অর্ডার নাও’-এর বাটনটি ‘ভিউ অ্যাভেইলেবল কারস’ বাটনে পরিবর্তন করেছে টেসলা। তবে বাকি কিছু গাড়ি চীনা ক্রেতাদের জন্য এখনও পাওয়া যাচ্ছে।
২০২০ সাল থেকে চীনের সাংহাইয়ের বড় এক কারখানায় নিজেদের মডেল ৩ ও মডেল ওয়াই গাড়ি উৎপাদন করে চলেছে টেসলা। তবে এখনও ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়ার ঝুঁকি রয়েছে কোম্পানিটির।
২০২৩ সালে নিক্কেই এশিয়ার বিশ্লেষণে উঠে এসেছে, টেসলাকে ব্যাটারি সামগ্রী সরবরাহ করে এমন কোম্পানির ৪০ শতাংশই চীনা কোম্পানি। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চীনের বাইরে থেকে যন্ত্রাংশ ও উপাদান সংগ্রহের চেষ্টা করেছে টেসলা।
গত মাসে হোয়াইট হাউসের বাণিজ্য প্রতিনিধিকে লেখা এক চিঠিতে টেসলা মার্কিন সরকারকে সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি আমেরিকান কোম্পানির ক্ষতি করতে পারে।
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা দুটি মডেলের ইভির অর্ডার নেওয়া চীনে বন্ধ করার বিষয়ে গার্ডিয়ানের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি টেসলা।