যুক্তরাষ্ট্রে নতুন কারখানা খোলার মাধ্যমে দেশটিতে আরও বেশি পরিমাণ ইভি চার্জিং পোর্ট ও স্টেশন তৈরির সুযোগ পাবে এলজি।
Published : 15 Jan 2024, 06:42 PM
যুক্তরাষ্ট্রের অন্যতম ইভি ব্যাটারি উৎপাদক হিসেবে এরইমধ্যে পরিচিতি রয়েছে এলজি’র। এবার সেইসব ব্যাটারি চার্জ দেওয়ার ব্যবস্থা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক জায়ান্ট কোম্পানিটি।
সম্প্রতি টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থ শহরে ৫৯ হাজার বর্গফুট আয়তনের নতুন ইভি চার্জার উৎপাদনের কারখানা চালু করেছে এলজি। এ কারখানা থেকে বছরে ১০ হাজার ইউনিট চার্জার উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
নতুন কারখানায় এরইমধ্যে ১১ কিলোওয়াটের ‘হোম-স্টাইল’ চার্জার উৎপাদন শুরু করেছে কোম্পানিটি। এ ছাড়া, বছরের প্রথমার্ধ থেকে ১৭৫ কিলোওয়াটের ‘ফাস্ট’ চার্জার উৎপাদন শুরুর পাশাপাশি ২০২৪ সালের কোনো এক সময়ে সাড়ে তিনশ কিলোওয়াটের ‘আলট্রা-ফাস্ট’ চার্জার উৎপাদন শুরুর পরিকল্পনা করছে কোম্পানিটি।
এলজি বলছে, আল্ট্রা-ফাস্ট চার্জারটি এমনভাবে নকশা করা যাতে ‘বাণিজ্যিক ও দীর্ঘ ভ্রমণে’ এটি কাজে লাগে।
কোরীয় কোম্পানিটি আরও বলেছে, টেক্সাসে এরইমধ্যে নিজস্ব কারখানা থাকার পরও নতুন এ কারখানা তৈরির কারণ হল অঙ্গরাজ্যটির ‘লজিস্টিকস ও পরিবহন নেটওয়ার্ক খুবই ভালো’। এ ছাড়া, জেনারেল মোটর্স, টয়োটা ও টেসলার মতো শীর্ষ ইভি নির্মাতাদের কারখানাও রয়েছে এ অঙ্গরাজ্যে।
এ ছাড়া, এশিয়া ও ইউরোপ অংশেও নিজেদের ইভি চার্জার ব্যবসা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে এলজি। দুই বছর আগে দুটি কোম্পানির সঙ্গে একজোট হয়ে দক্ষিণ কোরীয় ইভি চার্জার ব্যবসা ‘অ্যাপলম্যাংগো’ (পরবর্তীতে এর নাম বদলে ‘এইচআইইভি’ রাখা হয়) অধিগ্রহণ করে এ খাতে যাত্রা শুরু হয় এলজি’র।
সে সময় এলজি বলেছিল, কোম্পানির ইভি ব্যাটারি ব্যবসা, এনার্জি স্টোরেজ ও এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম সংশ্লিষ্ট পণ্যের ‘সমন্বয়ক’ হিসেবে কাজ করবে এ অধিগ্রহণ। এ ছাড়া, কোম্পানির ‘বাতাস ও পানি নিরোধী’ আউটডোর ডিজিটাল ডিসপ্লে ইউনিটেও এমন চার্জার যোগ করার সুবিধা মিলবে।
এনগ্যাজেট বলছে, যুক্তরাষ্ট্রে নতুন কারখানা খোলার মাধ্যমে দেশটিতে আরও বেশি পরিমাণ ইভি চার্জিং পোর্ট ও স্টেশন তৈরির সুযোগ পাবে এলজি।
যুক্তরাষ্ট্রের ‘জয়েন্ট অফিস অফ এনার্জি অ্যান্ড ট্রান্সপোর্টেশন’-এর তথ্য বলছে, বর্তমানে দেশটির ৬৫ হাজার ১১৩টি চার্জিং স্টেশনে সর্বমোট চার্জিং পোর্ট রয়েছে এক লাখ ৬৯ হাজার ৭৪১টি (ডিসি ফাস্ট অথবা লেভেল ২)।
তবে, ২০৩০ সাল নাগাদ অন্তত পাঁচ লাখ চার্জিং পোর্ট তৈরির লক্ষ্য নিয়েছে বাইডেন প্রশাসন।
“টেক্সাসে নতুন কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রে ইভি অবকাঠামোর চাহিদা ক্রমাগত বেড়ে যাওয়ার বিষয়টি মোকাবেলা করতে পারব।” --বলেছেন এলজি’র ‘বিজনেস সলিউশন’ বিভাগের প্রেসিডেন্ট জ্যান্ড ইক-হুয়ান।