ধারণা করা হচ্ছে, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরা কীভাবে তাদের স্মৃতি ধরে রাখে তা বুঝতে বিজ্ঞানীদের বুঝতে সহায়তা করতে পারে এসব বুদ্ধিমান কুকুর।
Published : 05 Sep 2024, 05:07 PM
অন্তত দুই বছর ধরে নিজেদের খেলনার নাম মনে রাখতে পারে ‘বুদ্ধিমান’ কুকুর— এমনই দাবি করা হয়েছে সাম্প্রতিক এক গবেষণায়।
আগের এক গবেষণায় দেখা মিলেছিল, ‘গিফটেড ওয়ার্ড লার্নার্স বা জিডাব্লুএল’ নামে পরিচিত এক ধরনের বিরল কুকুরের অসাধারণ সক্ষমতা রয়েছে শত শত আলাদা বস্তুর নাম শেখার।
তবে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘বায়োলজি লেটার্স’-এ প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় ইঙ্গিত মিলেছে, নিজেদের কিছু খেলনার নাম দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারে এসব কুকুর।
ধারণা করা হচ্ছে, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরা কীভাবে তাদের স্মৃতি ধরে রাখে তা বুঝতে বিজ্ঞানীদের বুঝতে সহায়তা করতে পারে এসব বুদ্ধিমান কুকুর।
‘আমরা জানি কুকুর অন্তত ২৪ ঘণ্টা কোনো ঘটনা ও এক বছর পর্যন্ত যে কোনো গন্ধ মনে রাখতে পারে। তবে প্রথমবারের মতো এই গবেষণায় উঠে এসেছে, বুদ্ধিমান কুকুর অন্তত দুই বছর ধরে শব্দও মনে রাখতে পারে,” বলেছেন হাঙ্গেরির ‘ইওটভোস লরান্ড ইউনিভার্সিটি’র গবেষণা দলের প্রধান ড. ক্লাউদিয়া ফুগাজা।
“আমাদের বর্তমান গবেষণার বিভিন্ন ফলাফল অন্যান্য কুকুরের জন্য প্রযোজ্য নয়। কারণ আমরা কেবল জিডাব্লুএল বা শত শত আলাদা বস্তুর নাম শেখার অসাধারণ সক্ষমতা আছে এমন কুকুরদের নিয়ে এ গবেষণাটি করেছি। আর এ ধরনের কুকুর কোনো বস্তুর নাম মনে রাখার ক্ষেত্রে বিশেষ প্রতিভা নিয়ে জন্মায়।”
এ গবেষণায় গাইয়া, ম্যাক্স, হুইস্কি, স্কোয়াল ও রিকো নামে স্কটল্যাণ্ডের পাঁচটি লোমশ কুকুরের আচরণ গবেষণা করেছেন গবেষকরা।
এ সময় ‘জিডাব্লুএল’ কুকুরেরা একাধিক খেলনার নাম শিখেছে ও মনে রেখেছিল। এর দুই বছর পর আবার এসব কুকুরদের নিয়ে পরীক্ষা করেন গবেষকরা।
দুই বছর পর ‘বিস্ময়করভাবে’ প্রতি পাঁচটির মধ্যে চারটি কুকুরই ৬০ থেকে ৭৫ শতাংশ খেলনার নাম মনে রেখেছে, বলেন গবেষকরা।
এ গবেষণাটি করা হয়েছে ‘জিনিয়াস ডগ চ্যালেঞ্জ’ নামে পরিচিত এক প্রকল্পের অংশ হিসাবে।