হাসপাতালে ‘অ্যাপলের’ ওজনিয়াক, স্ট্রোকের আশঙ্কা

স্টিভ ওজনিয়াক ১৯৭৬ সালে স্টিভ জবসের সঙ্গে সালে অ্যাপল কম্পিউটার কোম্পানি প্রতিষ্ঠা করেন। অ্যাপলে ওজনিয়াক পরিচিত ‘দ্য আদার স্টিভ’ নামে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 09:17 AM
Updated : 9 Nov 2023, 09:17 AM

অ্যাপল সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াককে ভর্তি করা হয়েছে মেক্সিকো সিটির একটি হাসপাতালে। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে অনুমান করছেন সংশ্লিষ্টরা।

মেক্সিকোর একটি স্থানীয় সংবাদমাধ্যমই বুধবার এমন খবর দেয়। তবে ‘ট্যাবলয়েড ঘরানার’ মার্কিন সাইট টিএমজি তাদের সূত্রের বরাত দিয়ে বলেছে ওজনিয়াক সম্ভবত মাথা ঘোরানোর শিকার হয়েছেন।

৭৩ বছর বয়স্ক এই বিজ্ঞানী এবং প্রযুক্তি উদ্যোক্তার বুধবার বিকেলে স্থানীয় সময় বিকেল চারটা ২০ মিনিটে মেক্সিকোর রাজধানী শহরের সান্তা ফে এলাকায় ওয়ার্ল্ড বিজনেস ফোরামের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল।

অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করলে তারা তাৎক্ষাণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। তবে, তারা ওজনিয়াকের হাসপাতালে ভর্তির বিষয়টিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

অন্যদিকে টিএমজি প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্রতিবেদনে লিখেছে ওজনিয়াক তার বক্তব্য শেষ করার পর তার স্ত্রীকে বলেছেন তার “কেমন যেন লাগছে,” এবং তার স্ত্রী তাকে হাসপাতালে যাওয়ার যাওয়ার কথা বলছিলেন।

তবে টিএমজির প্রতিবেদন বলেছে ওজনিয়াক সম্ভবত ভার্টিগো বা মাথা ঘোরানোর শিকার হয়েছেন।

ওজনিয়াক ১৯৭৬ সালে স্টিভ জবসের সঙ্গে সালে অ্যাপল কম্পিউটার কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। অ্যাপলে তিনি পরিচিত ‘দ্য আদার স্টিভ’ নামে।

তাদের ব্যবসার হাত ধরে পার্সোনাল কম্পিউটারে গ্রাফিক ইউজার আন্টারফেইস জনপ্রিয় হয়। সেইসঙ্গে গ্রাহকদের জন্য তৈরি ল্যাপটপ ডেস্কটপ থেকে শুরু করে আইফোনের মতো পণ্যগুলোর নকশা এবং চৌকস কর্মদক্ষতা দিয়ে পৃথিবীর সবচেয়ে দামী কোম্পানি হয়ে ওঠে।

ওজনিয়াকের ওয়েবসাইট ডব্লিওওএড ডট ওআরজি’র দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলে তারা তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি, বলেছে রয়টার্স।