এ সাইবার আক্রমণে ২০২৩ সালের পয়লা নভেম্বর থেকে ২১ ডিসেম্বর মধ্যে হওয়া শুনানির তথ্য, এমনকি এর আগের কয়েকটি শুনানির তথ্যও চুরি হয়ে থাকতে পারে।
Published : 02 Jan 2024, 04:17 PM
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের এক আদালতের রেকর্ডিং ডেটাবেস চুরি করেছে হ্যাকাররা।
আদালতের ওয়েবসাইটে ঢুকে হ্যাকাররা সেখানে থাকা অডিও-ভিজুয়াল ইন-কোর্ট প্রযুক্তি নেটওয়ার্কে আক্রমণ চালিয়েছে– মঙ্গলবার বলেছেন আদালতের এক কর্মকর্তা। এ ঘটনার প্রভাব আদালতে রেকর্ডিং ও ট্রান্সক্রিপশন বিষয়ক পরিষেবাগুলোয় পড়েছে।
এ সাইবার আক্রমণে ২০২৩ সালের পয়লা নভেম্বর থেকে ২১ ডিসেম্বর মধ্যে হওয়া শুনানির তথ্য, এমনকি এর আগের কয়েকটি শুনানির তথ্যও চুরি হতে পারে বলে এক বিবৃতিতে বলেছেন ‘কোর্ট সার্ভিসেস ভিক্টোরিয়া’র সিইও লুইস অ্যান্ডারসন।
“হ্যাকাররা আদালতের নেটওয়ার্ক থাকা রেকর্ডিংগুলোতে প্রবেশের সুযোগ পেলেও কর্মী বা আর্থিক তথ্যের মতো অন্যান্য সিস্টেম বা রেকর্ডে প্রবেশ করতে পারেনি।”
রয়টার্স বলছে, হ্যাকিংয়ের মুখে পড়া নেটওয়ার্কটি পুরোপুরি নিষ্ক্রিয় করার পর আদালতের কার্যক্রম পুনরায় শুরু হবে। সেই লক্ষ্যে, সরকারি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন আদালতের কর্মকর্তারা।
তবে, এ সাইবার আক্রমণে হ্যাকাররা মুক্তিপণ দাবি করেছে কি না, সে বিষয়ে কিছু বলেনি আদালত।
২০২৩ সালের নভেম্বরে প্রকাশিত সরকারি এক প্রতিবেদনে উঠে আসে, অস্ট্রেলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো, ব্যবসা ও বাড়িতে সাইবার হামলার প্রবণতা বেড়েছে, যেখানে প্রতি ছয় মিনিটে একটি করে আক্রমণ চালিয়েছে সাইবার অপরাধীরা।
গত বছরের শেষ নাগাদ সাইবার হামলার মুখে পড়েছিল অস্ট্রেলিয়ার অন্যতম বন্দর কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’ও। ফলে, সে সময় তিন দিনের জন্য নিজেদের কাজ স্থগিত করতে বাধ্য হয় কোম্পানিটি।
এদিকে গত সপ্তাহে গাড়ির ডিলারশিপ গ্রুপ ‘এগার্স অটোমোটিভ’ বলেছে, তাদের আইটি সিস্টেম সাইবার আক্রমণের মুখে পড়েছে।