২০২২ সালে আনুষ্ঠানিকভাবে স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান ও সিইও হন হ্যান।
Published : 26 Mar 2025, 04:20 PM
স্যামসাংয়ের প্রধান নির্বাহীদের অন্যতম জং হি হ্যান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
১৯৮৮ সালে কোম্পানিটিতে যোগ দেন ও ২০১১ সালে ‘ভিজ্যুয়াল ডিসপ্লে’র জন্য স্যামসাংয়ের পণ্য গবেষণা ও বিকাশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হ্যান।
২০২১ সালে ‘স্যামসাং ডিএক্স’-এর প্রধান হিসেবে নাম ঘোষণার আগে স্যামসাংয়ের টিভি ব্যবসায়ও নেতৃত্ব দিয়েছেন তিনি। ডিএক্স হচ্ছে স্যামসাংয়ের মোবাইল ও কনজিউমার ইলেকট্রনিক্স বিভাগের একীভূত অংশ।
২০২২ সালে আনুষ্ঠানিকভাবে কোম্পানির ভাইস চেয়ারম্যান ও সিইও হন হ্যান।
এনগ্যাজেট লিখেছে, কোম্পানির ডিএক্স গ্রুপের নেতৃত্ব দেওয়ার আগে হ্যানের মোবাইল ফোন নিয়ে কোনও অভিজ্ঞতা ছিল না। তবে ১৫ বছর ধরে গোটা বিশ্বে টিভি বিক্রির শীর্ষে পৌঁছাতে সাহায্য করার জন্য তাকে সবসময়ই কৃতিত্ব দিয়েছে স্যামসাং।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি বলেছে, হ্যান ছিলেন সেইসব বিরল নির্বাহীদের মধ্যে একজন যিনি কেবল এক সপ্তাহ আগে স্যামসাংয়ের বার্ষিক সাধারণ শেয়ারহোল্ডারদের সভার আয়োজন করে কোম্পানির দুর্বল স্টক পারফরম্যান্স সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছিলেন।
এ বৈঠক চলাকালীন শেয়ারহোল্ডারদের কাছে ক্ষমা চেয়ে হান বলেছিলেন, স্যামসাং “দ্রুত বিকাশ পাওয়া এআই চিপ বাজারে পর্যাপ্ত সাড়া দিতে ব্যর্থ হয়েছে”।
তিনি শেয়ারহোল্ডারদের আরও বলেছিলেন, নিয়ন্ত্রক সমস্যার কারণে চিপ সম্পর্কিত একীভূতকরণ ও অধিগ্রহণের ক্ষেত্রে স্যামসাং অসুবিধার মুখে পড়েছে। তবে কোম্পানিটি “এই বছর কিছু বাস্তব পরিবর্তন আনতে দৃঢ়প্রতিজ্ঞ”।
স্যামসাংয়ের প্রকাশিত নোটিশ অনুসারে, অপর প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ং হিউন জুন এখন কোম্পানিটির একমাত্র সিইও। ২০২৪ সালের নভেম্বরে হানের পাশাপাশি সিইও হিসেবে নিয়োগ পান স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর ব্যবসার প্রধান জুন।
তবে স্যামসাং ভবিষ্যতে অন্য কোনো সিইও নিয়োগের পরিকল্পনা করছে কি না তা এখনও স্পষ্ট নয়।