১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পাঠাতে ডিএসইকে নির্দেশ বিএসইসির।
Published : 29 Nov 2023, 02:20 AM
স্বল্প সময়ের ব্যবধানে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ১০৪ থেকে ১৯৪ টাকা হওয়ার ঘটনাকে ‘অস্বাভাবিক’ তা’ ধরে তদন্তের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তা খতিয়ে দেখতে বলেছে। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
কোম্পানিটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানি।
বিএসইসির চিঠিতে বলা হয়, ইমাম বাটনের শেয়ারের দর গত ৭ সেপ্টেম্বর ১০৪ টাকা ৪০ পয়সা ছিল, যা বেড়ে ২৬ অক্টোবর ১৯৪ টাকা ১০ পয়সা হয়। শেয়ারমূল্যের অস্বাভাবিক গতিবিধির জন্য উক্ত কোম্পানিটির সাম্প্রতিক সময়ের লেনদেন এর উপর তদন্ত করে বিএসইসির সংশ্লিষ্ঠ বিভাগে জানাতে হবে।
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন মাঝেমধ্যেই পুঁজিবাজারে আলোচনায় উঠে আসে শেয়ারদরের উল্লম্ফন নিয়ে।
সাম্প্রতিক সময়ের শেয়ারদর বাড়ার বিষয়ে কোম্পানিটির কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে দাম বাড়ার পর ডিএসইর জিজ্ঞাসার জবাবে জানিয়েছিল।
১৯৯৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটেগরিতে লেনদেন করলেও গত কয়েক মাস ধরেই শেয়ার দর বেড়েই চলছে। ১০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন হলো সাত কোটি ৭০ লাখ টাকা।
গত অগাস্টে কোম্পানিটি সিদ্ধান্ত নেয়, দক্ষিণের জেলা বরগুনার মহিষডাঙ্গায় আট বিঘা জমিতে একটি কৃষিভিত্তিক প্রকল্প ইজারা নেবে। কৃষি খাতের ব্যবসা পরিচালনা করবে সেখানে। এ প্রকল্পে প্রাথমিকভাবে এক কোটি টাকা বিনিয়োগ করার কথা ডিএসইকে জানিয়েছিল কোম্পানিটি।