চার দিনে ৩৮% দর বৃদ্ধির পর হাইডেলবার্গ জানাল লোকসানের তথ্য

লোকসানের পরও কোম্পানির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ, অর্থাৎ শেয়ারপ্রতি এক টাকা করে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2023, 03:58 PM
Updated : 27 April 2023, 03:58 PM

পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্টের লভ্যাংশ ঘোষণার আগে চার কর্মদিবসে ৩৮ শতাংশের বেশি দর বাড়ার পর কোম্পানিটি গত ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরে বড় লোকসানের কথা জানিয়েছে।

অবশ্য লোকসানের পরও বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ, অর্থাৎ শেয়ারপ্রতি এক টাকা করে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

গত ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ১৩ পয়সা।

এ নিয়ে গত চার বছরের মধ্যে তিন বছরই লোকসান দিল কোম্পানিটি। ২০১৯ সালে শেয়ার প্রতি ৩ টাকা ৩০ পয়সা, পরের বছর ১ টাকা ৪৩ পয়সা লোকসান দেওয়ার পর গত বছর লাভে ফেরে কোম্পানি। শেয়ার প্রতি আয় হয় ৮ টাকা ৪১ পয়সা।

তবে ২০২২ সালের প্রথম তিনটি প্রান্তিকেই লোকসান দেয় হাইডেলবার্গ সিমেন্ট। এর মধ্যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ২ টাকা ৯৭ পয়সা, এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ৬৬ পয়সা, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে আরও ৬৪ পয়সা মিলিয়ে তিন প্রান্তিকে লোকসান দাঁড়ায় ৪ টাকা ৬৪ পয়সা।

শেষ প্রান্তিকে শেয়ার প্রতি ৫১ পয়সা লাভ করতে পারলেও তা আগের নয় মাসের লোকসানের তুলনায় অনেক কম।

৫৬ কোটি ৫০ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটি গত বছর শেষ পর্যন্ত লোকসান দিয়েছে ২৩ কোটি ৩৩ লাখ টাকার বেশি।

তবে লভ্যাংশ ঘোষণার আগে আগে গত সোমবার থেকে অস্বাভাবিক হারে বাড়তে থাকে এর শেয়ারদর।

কয়েক মাস ধরে ফ্লোর প্রাইস ১৭৯ টাকা ১০ পয়সায় এ কোম্পানির শেয়ারের ক্রেতা পাওয়া যাচ্ছিল না। কিন্তু গত সোমবার হঠাৎ করে ১০ শতাংশ দাম বেড়ে যায়। দাম বাড়ার পর ক্রেতাও ফিরে আসে।

মঙ্গলবার শেয়ারদর বাড়ে আরও ১০ শতাংশ। এরপর বুধ ও বৃহস্পতিবার বাড়ে আরও প্রায় ৭ শতাংশ করে।

চার কর্মদিবসে শেয়ার দরে যোগ হয় ৬৮ টাকা ৭০ পয়সা বা ৩৮ দশমিক ৩৫ শতাংশ।

লোকসানের কারণে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্যও কমেছে। ২০২১ সাল শেষে প্রতি শেয়ারের বিপরীতে ৬৬ টাকার বেশি সম্পদ থাকলেও এবার তা নেমে এসেছে ৬০ টাকা ৭ পয়সায়।

লোকসান শুরুর আগে ২০১৮ সালে হাইডেল বার্গের প্রতি শেয়ারের বিপরীতে সম্পদ ছিল ৮২ টাকা ৬৮ পয়সা।

যারা এই লভ্যাংশ নিতে চান, তাদেরকে আগামী ২২ মে শেয়ার ধরে রাখতে হবে। অর্থাৎ, সেদিন যাদের বিও হিসাবে শেয়ার থাকবে, তারাই পাবে লভ্যাংশ।

লভ্যাংশ চূড়ান্ত করতে বার্ষিক সাধারণ সভা বা এজিএম ডাকা হয়েছে আগামী ১৩ জুন।