পুঁজিবাজারে আসতে চায় বাংলালিংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিওর মাধ্যমে ৯০০ কোটি টাকা তুলতে চায় বাংলালিংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2023, 08:07 AM
Updated : 22 March 2023, 08:07 AM

দেশের তৃতীয় টেলিকম কোম্পানি হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে ৯০০ কোটি টাকার মূলধন সংগ্রহ করতে চায় বাংলালিংক।

মোবাইল অপারেটরটির একটি প্রতিনিধি দল মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করে এই আগ্রহের কথা জানিয়েছে।

গ্রাহক সংখ্যার দিক দিয়ে দেশের শীর্ষ দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত। বাংলালিংক তালিকাভক্ত হলে এই সংখ্যা তিনে উন্নীত হবে।

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে মঙ্গলবারের বৈঠকে বাংলালিংকের মূল কোম্পানি ‘ভিওন’ এর কো-ফাউন্ডার এ কে ফাবেলা এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস উপস্থিত ছিলেন। বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও বিভাগীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিএসইসি মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “বাংলালিংকের একটি প্রতিনিধি দল কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহ জানিয়েছে তারা। তালিকাভুক্তিতে কমিশনের পক্ষ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’’

আর কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ৯০০ কোটি টাকার মূলধন সংগ্রহে অভিহিত মূল্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় বাংলালিংক।

কমিশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বাংলালিংক ১০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য ছেড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে।

নেদারল্যান্ডসভিত্তিক বহুজাতিক কোম্পানি ‘ভিওন’ বাংলালিংকের মূল মালিক। ২০০৫ সালে বাংলালিংকে বিনিয়োগ করে বাংলাদেশে পথচলা শুরু করে ভিওন।

বাংলাদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সম্ভাবনা দেখতে পাওয়ার কথা জানিয়ে বাংলালিংকের কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স এর প্রধান কর্মকর্তা তাইমুর রহমান এক লিখিত বিবৃবিতে বলেন, “পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে ভিওনের একটি সফল আলোচনা হয়েছে। ভবিষ্যতের সম্ভাবনাগুলোকে বিকশিত করতে আমরা একসঙ্গে কাজ করব।”

বাংলালিংকের গ্রাহক এখন ৪ কোটির বেশি বলে জানান তিনি।