ব্লক মার্কেটে শেয়ার হাতবদল হয় ১০ কোটি ৬৬ লাখ টাকার।
Published : 06 Apr 2025, 05:53 PM
ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কার্যদিবসে মিশ্র ধারার লেনদেন দেখল দেশের প্রধান পুঁজিবাজার।
রোববার আগের দিনের চেয়ে প্রায় ১৪ পয়েন্ট হারায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
দিন শেষে ডিএসই মূল্যসূচক দাঁড়ায় ৫ হাজার ২০৫ পয়েন্ট। সবশেষ ছুটির আগে সূচক ছিল ৫ হাজার ২১৯ পয়েন্টে।
ঈদ ও সাপ্তাহিক মিলিয়ে টানা ৯ দিনের ছুটি শেষে এদিন লেনদেনে ফেরে পুঁজিবাজার।
প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট হারিয়ে নেমে যায় পাঁচ হাজার ১৮৭ পয়েন্টে।
এরপর শেয়ার কেনার চাপ বাড়ায় সূচকও ওপরের দিকে উঠতে থাকে লেনদেন বাড়িয়ে। শেষ বেলায় হারানো সূচক কিছুটা বাড়লেও তা আর আগের দিনের সমান হয়নি।
এদিন রাজধানীর মতিঝিলের ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। যারা এসেছেন, লেনদেনের ফাঁকে তাদের ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
দিনশেষে লেনদেন হয় ৪১৫ কোটি ৫০ লাখ টাকা, যা আগের দিন ছিল ৩১৫ কোটি।
রোববার ব্লক মার্কটে শেয়ার হাদবদল হয় ১০ কোটি ৬৬ লাখ টাকার।
হাতবদল হওয়া শেয়ারের মধ্যে দর বাড়ে ১০১টি কোম্পানির; কমে ২৬২টির; আগের দরে লেনদেন চলে ৩০টির।
বিনিয়োগকারীরা ঢাকায় ফিরলেও লেনদেন বাড়তে সময় লাগতে পারে বলে মনে করেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঈদের পরে প্রথম কার্যদিবসে সাধারণত শেয়ার লেনদেন কম হয়। এবার তো অনেক ছুটি ছিল, হয়ত সময় নিবে একটু।
“মানুষ তো অনেক দিন অর্থনীতির খোঁজ-খবর থেকে বলা যায় বিচ্ছিন্ন। এরমধ্যে বাণিজ্য নিয়ে ট্রাম্পের নতুন নীতি ঘোষণা হয়েছে; সব মিলিয়ে একটু বুঝতে সময় নিতে পারে।’’
ডিএসইর তথ্য অনুযায়ী, সার্বিক লেনদেনে এদিন প্রথম অবস্থানে চলে আসে ওষুধ ও রসায়ন খাত। লেনদেনের পরিমাণ প্রায় ৮৯ কোটি টাকা (২২ শতাংশ)।
একক খাত হিসেবে ৪৩ কোটি ৫০ লাখ টাকার লেনদেন করে বস্ত্র খাত। এর পরের অবস্থানে থাকা ব্যাংক খাত লেনদেন হয় ৩৪ কোটি ৮৮ লাখ টাকা।
এদিন সবচেয়ে বেশি দাম বাড়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ ও শাইনপুকুর সিরামিকসের। সবচেয়ে বেশি দর হারায় বিচ হ্যাচারি, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ও হামিদ ফেব্রিক্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, রোজা শেষে পুঁজিবাজারে লেনদেন আগের নিয়মে ফিরেছে। লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ২টা ২০মিনিট পর্যন্ত।
এরপর ১০ মিনিট হবে পোস্ট ক্লোজিং। দাপ্তরিক সময় হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।